২৪  ঘণ্টার ভেতরেই ঘর মুজিবুরের, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কোলে উঠে আবদার করেছিলেন প্রধানমন্ত্রী আবাসের মুজিবুর। মুখ্যমন্ত্রীও কথা দিয়ে ছিলেন মিলবে আবাস। মুখ্যমন্ত্রীর কথা দেওয়ার ২৪ ঘণ্টা হওয়ার আগেই মুজিবুরের ভাগ্য বদলে গেল। শুক্রবার সকালেই কচুদরম জিপির মুজিবুর পেয়ে গেলেন আবাস। দুপুরেই পিএম আবাসগৃহের ভিত্তির প্রস্তর স্থাপন করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার ঘুংঘুর বাইপাস সড়কের কাছে জেলা আয়ুক্ত কার্যালয়ের শিলান্যাস স্থলে খর্বকায় (খাটো) মুজিবুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা ঘর প্রদানের দাবি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী  মজিবুর কে কোলে নিয়ে বলেছিলেন তোমার কি লাগে? মুজিবুর বলেছিলেন আমার ঘরের প্রয়োজন। তখন মুখ্যমন্ত্রী জেলা আয়ুক্ত সহ বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন। জেলা আয়ুক্ত ২৪ ঘণ্টার ভেতরে সোনাইর বিডিও মোহাম্মদ মোবিনকে নির্দেশ দেন।

২৪  ঘণ্টার ভেতরেই ঘর মুজিবুরের, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

বিডিও মোবিন কচুদরম জিপি সভাপতি অপ্পুকুমার দাসকে ডেকে এনে যাবতীয় ব্যবস্থা করে শুক্রবার দুপুরে পিএম আবাসগৃহের ভিত্তির প্রস্তর স্থাপন করেন। কচুদরম জিপি সভাপতি অপ্পুকুমার দাস জেলা প্রশাসন অতি শীঘ্র ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News