বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : আগামীকাল ২৫ নভেম্বর, মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে অসম বিধানসভার পাঁচদিনের শীতকালীন অধিবেশন। বিস্তৃত কর্মসূচি নিয়ে শুরু হতে যাওয়া এই অধিবেশন প্রথম দিনেই আবেগঘন পরিবেশের সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে।
এইবারের অধিবেশন শেষনিঃশ্বাস নেওয়া শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে শোকবাণীর মাধ্যমে শুরু হবে। এরপর প্রশ্নোত্তর পর্ব থাকলেও, প্রথম দিনেই অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।
২০২৬ সালের নির্বাচনের আগে আয়োজিত এই অধিবেশনে বিজেপি নেতৃত্বাধীন সরকার কয়েকটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন করতে চলেছে। এর মধ্যে রয়েছে— বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, তথাকথিত ‘লাভ জিহাদ’ রোধে আইন, অসমের সত্ৰ এবং ঐতিহাসিক বৈষ্ণব মঠ রক্ষায় বিশেষ আইন।
এছাড়াও ৮০–র দশকে বিদেশি বিতাড়ন আন্দোলনের সময় সংঘটিত হিংসার বিষয়ে নাগরিক সংগঠন কর্তৃক গঠিত বিচারপতি টি. ইউ. মেহতা কমিশনের রিপোর্টও বিধানসভায় পেশ করা হবে।
অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (AASU) ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং রিপোর্টটি জনসমক্ষে প্রকাশ করার দাবি তুলেছে।


