জল দেখতে গিয়ে অঘটন, পার সহ রুকনিতে তলিয়ে গেল যুবক ধলাইয়ে

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৯ জুন : নদীর পারের সঙ্গে তলিয়ে গেলেন এক যুবক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধলাইয়ের শেওরারথলের তুলারতল গ্রামে। বুধবার সকালে রুকনির জলস্ফীতি দেখতে নদীর পারে দাঁড়িয়ে ছিলেন ফারুক আহমেদ নামে বছর বত্রিশের এক যুবক। হঠাৎ নদীর পার ধসে পড়লে তিনিও পড়ে যান। এরপর আর খোঁজে পাওয়া যায়নি। ফারুক আহমেদ ইসলামাবাদ গ্রামের বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার ঈদ উপলক্ষে তিনি স্ত্রীকে নিয়ে শেওরারথলের তুলারতল গ্রামে জ্যেষ্ঠ শালিকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকাল ৭টার দিকে রুকনি নদীর তীরে দাঁড়িয়ে নদীর বাড়ন্ত জল দেখছিলেন। হঠাৎ নদী তীরের মাটি ধসে পড়লে, মাটি সমেত নদীতে পড়ে যান ফারুক। তখন আশেপাশে কেউ ছিলেন না। নদীর ওপার থেকে বিষয়টি দেখছিলেন এক ব্যক্তি। তিনি নদীতে মানুষ পড়ে গিয়েছে হাল্লা চিৎকার শুরু করলে এগিয়ে আসেন মানুষ। শুরু হয় খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় পুলিশে। পৌঁছে এসডিআরএফ বাহিনী। তারা অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পায়নি।

জল দেখতে গিয়ে অঘটন, পার সহ রুকনিতে তলিয়ে গেল যুবক ধলাইয়ে
রাতে নদীতে সন্ধান চালাচ্ছেন গ্রামোর মানুষ।

এ দিকে, গভীর রাত অবদি নিকটআত্মীয় নদীর তীরে বসে রয়েছেন। যে জায়গায় ফারুক জলে পড়েছিলেন সেখান থেকে অন্তত ১০ কিলোমিটার নদীর নিম্ন ভাগে নদীর তীরবর্তী গ্রামে তার বাড়ি। তার গ্রামের মানুষ নৌকা, রশি ইত্যাদি নিয়ে নদীতে রয়েছেন। তাদের ভাবনা যদি লাস ভেসে উঠে স্রোতে নিচের দিকে নিয়ে আসবে। মরদেহ উদ্ধারের আশায় নৌকা রশি নিয়ে নদীতে রয়েছেন কয়েকজন। নিখোঁজ ফারুকের রয়েছেন স্ত্রী ও এক কন্যা সন্তান। তিনি আনর আলির ছেলে।

Author

Spread the News