ভাগাবাজার জামে মসজিদে ৭০ জন হজযাত্রীকে সংবর্ধনা প্রদান

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : ৭০ জন হজযাত্রীকে সংবর্ধনা জানাল ভাগাবাজার জামে মসজিদ কমিটি ও ইসলামীি উৎসব উদযাপন মঞ্চ। এবছর দক্ষিণ ধলাই থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনা গমনকারী পুরুষ ও মহিলা মিলে ৭০ হজযাত্রীকে সম্মাননা জানানো হয়।

ভাগাবাজার জামে মসজিদে ৭০ জন হজযাত্রীকে সংবর্ধনা প্রদান

এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় ভাগাবাজার জামে মসজিদের দ্বিতলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাগাবাজার জামে মসজিদের ইমাম মওলানা আফজল হোসেন লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, ডাঃ মহম্মদ হোসেন বড়ভূইয়া, মওলানা হোসেন আহমেদ মজুমদার, জেলা হজ কমিটির সদস্য আওলাদ হোসেন লস্কর, জেলা প্রশাসন হজ শাখার আমির হোসেন লস্কর, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, ভাগাবাজার জামে মসজিদের সম্পাদক সাবির আহমেদ চৌধুরী প্রমুখ। অতিথিদের বক্তব্যে পবিত্র হজের বিভিন্ন দিক উঠে আসে। হজ পালনের উদ্দেশ্যে গমনকারী যাত্রীদের যাত্রার কামনার পাশাপাশি সকলের সুস্বাস্থ্য কামনা করেন অতিথিরা। হজযাত্রীদের কাছে দেশ ও বিশ্ব শান্তি কামনায় দোয়ার আবেদন করেন সব বক্তা।

ভাগাবাজার জামে মসজিদে ৭০ জন হজযাত্রীকে সংবর্ধনা প্রদান

এদিন ৫০ জন পুরুষ ও কুড়িজন মহিলা হজযাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। সকল হজযাত্রীকে গামছা ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করে ভাগাবাজার জামে মসজিদ কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চ। ভাগাবাজার জামে মসজিদের সহকারী ইমাম আবুল হোসেন লস্কর কোরান পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে নাত পরিবেশন করেন নাত খা জাকির হোসেন লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ আলিম উদ্দিন লস্কর, আলহাজ আজিজুর রহমান চৌধুরী, আলহাজ কাইমুল ইসলাম লস্কর, আলহাজ রমিজ উদ্দিন লস্কর সহ ভাগবাজার জামে মসজিদ কমিটি ও ইসলামি উৎসব উদযাপন মঞ্চের সকল স্তরের কর্মকর্তারা। 

উল্লেখ, এবারে দক্ষিণ ধলাই থেকে ৭০ জন হজ্বযাত্রী গত দুই মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন ভাগাবাজার জামে মসজিদের হজ প্রশিক্ষণ শিবিরে। সকাল ১০ টা থেকে শুরুহওয়া অনুষ্ঠান চলে বিকেল চারটা পর্যন্ত। অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলায় বিশেষ অবদানের জন্য মসজিদ কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মসজিদ কমিটির সম্পাদক সাবির আহমেদ চৌধুরী।

Author

Spread the News