শিলচর-মৈরাঙ বাইক র‍্যালিতে যোগদানকারীদের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর উদ্যোগে গত ১৩- ১৫ এপ্ৰিল আয়োজিত শিলচর-মৈরাঙ বাইক র‍্যালিতে যোগদানকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার শিলচর পেনসনার্স ভবনে সমিতির সভাপতি আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্য সভায় বাইক র‍্যালিতে যোগদানকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সমিতির সম্পাদক প্রাক্তন শিক্ষক সুব্রতচন্দ্র নাথ বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর ঐতিহাসিক ইম্ফল-কোহিমা যুদ্ধের অন্যতম স্মরণীয় হিসেবে রয়েছে ১৯৪৪ সালের ১৪ এপ্রিল মৈরাংয়ে আজাদ হিন্দ বাহিনীর কর্ণেল সৈকত মালিক কর্তৃক পতাকা উত্তোলন। ঐতিহাসিক সেই ঘটনার সাক্ষী হিসেবে প্রতিবছর সেখানে ১৪ এপ্রিল মৈরাঙ দিবস পালিত হয়। এবছর সমিতির পক্ষ থেকে ১৩-১৫ এপ্রিল শিলচর-মৈরাঙ বাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল। তিনি বলেন বাইক র‍্যালি ইম্ফলে পৌঁছালে সেখানে অল মণিপুর নেতাজি ১২৫তম জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে বিপুল সংবর্ধনা দেওয়া হয় এবং ১৪ এপ্রিল মৈরাঙে নেতাজীর মূর্তিতে মাল্যদান সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। ১৩-১৫ এপ্রিল পর্যন্ত বিপদসঙ্কুল পথে যাত্রা করা বেশ ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হলেও নেতাজীর প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগ নিয়ে তাতে প্রায় অৰ্ধশতাধিক স্বেচ্ছাসেবক তাতে সামিল হয়।

শিলচর-মৈরাঙ বাইক র‍্যালিতে যোগদানকারীদের সংবর্ধনা

তিনি এও বলেন যে এবছর নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ পূর্তি অনুষ্ঠান ১জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা জেলায় দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, ক্রীড়া প্রতিযোগিতা, সিনেমা প্রদর্শনী, উদ্ধৃতি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদির মাধ্যমে পালন করা হবে। তিনি গত বছর যদিও তা অনুষ্ঠিত করার কথা ছিল, কিন্তু করোনা সংক্রমণের সম্ভাবনা থাকায় তা করা সম্ভব হয়নি। সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ‘অল ইন্ডিয়া নেতাজি ১২৫ বার্থ এনিভারসারী সিলিব্রেশন কমিটি’র সহ-সভাপতি অধ্যাপক অজয় রায় ও র‍্যালিতে অংশগ্রহণকারী হিসেবে প্রবীর রায় চৌধুরী। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সমিতির জেলা কমিটির সহ-সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, নির্মল কুমার দাস, গৌরি দত্ত বিশ্বাস, নকুল চন্দ্র পাল, রাহুল রায়, ভবতোষ চক্রবর্তী, মধুমিতা দেব প্রমুখ। 

Author

Spread the News