বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : অসম রাজ্য বিজেপির সভাপতি দীলিপ শইকিয়া এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশানুসারে সমগ্র রাজ্যে চলমান কার্যসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ের সামনে সোমবার নেতা-কর্মীরা মিলে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দেওয়াল লেখন কার্যসূচির সূচনা করে। এই অনুষ্ঠানে জেলা সভাপতি রূপম সাহা, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মুন স্বর্ণকার সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দেওয়াল লেখনে “অসমের সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা” মূলমন্ত্রটি লেখা হয়েছে, যা দলের ভবিষ্যৎ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।
জেলা সভাপতি রূপম সাহা অনুষ্ঠানে বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী তিন মাস দলীয় বিভিন্ন কার্যসূচি রয়েছে। এর মধ্যে দেওয়াল লেখন কার্যক্রম অন্যতম, যা ‘”অসমের সুরক্ষা বিজেপি প্রতিজ্ঞা” স্লোগানের মাধ্যমে জনগণের মধ্যে দলের উন্নয়নমুখী এবং নিরাপত্তা-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবে।” একইভাবে, ওবিসি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির উন্নয়ন এবং জাতীয় সুরক্ষাকে প্রধান মন্ত্র্য হিসেবে রেখে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন সরকারই রাজ্যের ভবিষ্যৎ। এই লেখন কার্যসূচির মাধ্যমে আমরা রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় সুনিশ্চিত করব।” এই কার্যসূচি কাছাড় জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চালানো হবে বলে জানানা হয়েছে। নেতা-কর্মীরা বিশ্বাস প্রকাশ করেছেন যে, মুখ্যমন্ত্রীর নির্দেশিত এই প্রচারমূলক কার্যক্রম জনগণের মধ্যে বিজেপির প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলবে এবং ২০২৬-এর নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করবে।



