তালিকায় নাম নেই, ভোটারদেরও সচেতন হতে হবে

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর, সোমবার,
সআর (স্পেশাল রিভিশন) প্রক্রিয়া চলাকালীন দেখা যাচ্ছে, বহু নাগরিকের নাম বর্তমান ভোটার তালিকায় নেই, অথচ গত লোকসভা নির্বাচনে তাঁরা বৈধ ভোটার হিসেবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এই বিষয়টি নিছক প্রশাসনিক ত্রুটি হিসেবে দেখলে চলবে না। গণতন্ত্রের মূল ভিত্তি—ভোটাধিকার—এর সঙ্গে সরাসরি জড়িত এমন অনিয়ম গভীর উদ্বেগের কারণ।

বিএলওরা এসআর করতে ঘরে গেলে দেখা অনেকে দেখতে পান তাঁদের পরিবারের এক সদস্যের নাম ভোটার তালিকায় নাম নেই। এমন ভুলত্রুটি হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু পূর্বে তালিকাভুক্ত ভোটারদের নাম হঠাৎ বাদ পড়া প্রশ্ন তোলে সংশ্লিষ্ট প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে। তাঁরা ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়ছেন।  বিএলওরা আশ্বস্ত করছেন পুনরায় নাম তোলা হবে। আর সেকাজ গুরুত্ব সহকারে করা আবশ্যক। একই সঙ্গে, ভোটারদেরও সচেতন হয়ে নিজেদের নাম যাচাই করার দায়িত্ব নিতে হবে।

গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়। ভোটার তালিকার গরমিল দ্রুত সংশোধন না হলে তা শুধু নির্বাচনী প্রক্রিয়ার উপর আস্থা নষ্ট করবে না, বরং গণতান্ত্রিক ব্যবস্থাকেও দুর্বল করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *