শ্রীভূমি জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে ভোকেশনাল গাইডেন্স ও ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : রাজ্যের দক্ষতা, নিয়োগ ও উদ্যোমিতা বিভাগ এবং নিয়োগ ও কারিগর প্রশিক্ষণ সঞ্চালকালয়ের অধীনস্থ শ্রীভূমি জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে ২৭ নভেম্বর, বৃহস্পতিবার শ্রীভূমি শহরে এক দিবসীয় বৃত্তিমূলক নির্দেশনা সহ কর্মজীবন পরামর্শ বা ভোকেশনাল গাইডেন্স কাম ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি শ্রীভূমি শহরের রায় নগরস্থিত ভিকম চান্দ বালিকা বিদ্যানিকেতনের অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১১ টা থেকে স্কুল অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং চলে বেলা আড়াইটা পর্যন্ত। অনুষ্ঠানে শ্রীভূমির বিদ্যালয় সমূহের পরিদর্শক নিলম জ্যোতি দাস, বদরপুর নবীন চন্দ্র কলেজের অধ্যক্ষ পার্থ সারথি দাস, ভিকম চান্দ বালিকা বিদ্যানিকেতনের অধ্যক্ষ অসিত বরণ পাল, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার শীল, করিমগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক কৃষ্ণ পদ দাস ও আইনজীবী মৃত্যুঞ্জয় নাথ প্রমূখ বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জ্বলন ও অসমের রাজ্য সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন দক্ষিণ অসমের ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট তথা শ্রীভূমির ভারপ্রাপ্ত কর্ম বিনিয়োগ আধিকারী মনোজ কানু। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কেরিয়ার চয়েজের উপর বক্তব্য রাখেন।

কর্মসূচিতে শ্রীভূমি জেলার ভিকম চান্দ বালিকা বিদ্যানিকেতন সহ মহর্ষি বিদ্যামন্দির, এমএমএমসি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুল, বিরজা সুন্দরী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, বিপিন পাল হায়ার সেকেন্ডারি স্কুল ও শ্যাম সুন্দর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। শ্রীভূমি জেলার মধ্যে ক্যারিয়ার পছন্দ, দক্ষতা উন্নয়ন এবং পেশাদার বৃদ্ধির বিষয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে কাউন্সেলিং এবং ভোকেশনাল গাইডেন্সের উপর প্রথম সেশন রাখেন আইনজীবী মৃত্যুঞ্জয় নাথ, দ্বিতীয় সেশন রাখেন রিসোর্স পার্সন সহকারী অধ্যাপক কৃষ্ণপদ দাস এবং তৃতীয় সেশন রাখেন সহকারী অধ্যাপক সঞ্জয়কুমার শীল। সেশন চলাকালীন ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়। এদিনের সভা পরিচালনা করেন কর্ম বিনিয়োগ কেন্দ্রের সিনিয়র অ্যাসিস্টেন্ট দেবাশিস চন্দ্র দেব। সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কর্ম বিনিয়োগ কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক মনোজ কানু এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *