বিবেকানন্দে জন্মদিন : বিশেষ উৎসব করিমগঞ্জ রামকৃষ্ণ মঠে

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : যুগাচার্য স্বামী বিবেকানন্দের ১৬১ তম পুণ্য আবির্ভাব মহোৎসব উপলক্ষে শনিবার বিশেষ উৎসব অনুষ্ঠিত হয় করিমগঞ্জের রামকৃষ্ণ মঠে। অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ হয়ে উঠে আশ্রমে। এদিন সকাল থেকেই অগণিত ভক্ত সহ দর্শনার্থীদের ঢল নামে। 

বিবেকানন্দে জন্মদিন : বিশেষ উৎসব করিমগঞ্জ রামকৃষ্ণ মঠে

এদিন ভোর ৪.৩০ মিনিটে মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। সকাল ৫ টায় বেদপাঠ ও ভজন পরিবেশন হয়। সকাল ৬ টায় চণ্ডীপাঠ করেন তপোময় ভট্টাচার্য, সকাল ৭ টায় বিশেষ পূজা হয়, রমাকান্ত দে সহ অন্যান্য শিল্পীরা ভজন পরিবেশন করেন সকাল ৮ টায়, হোম এবং পুষ্পাঞ্জলী প্রদান করা হয় সকাল ৯-৩০ মিনিটে। সকাল ১০-৪৫ মিনিটে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা করেন মঠের সহ-অধ্যক্ষ রামভদ্রানন্দজি মহারাজ। দুপুর ১২-৩০ মিনিটে ভজন পরিবেশন হয়। সন্ধ্যা ৫-২০ মিনিটে শ্রীশ্রী ঠাকুরের আরাত্রিক শেষে উচ্চাঙ্গ সঙ্গীত ও ভজন পরিবেশন হয়।

Author

Spread the News