স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে ১১ সেপ্টেম্বর গুয়াহাটির বিদ্যুৎ ভবন অভিযান
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : প্রিপেড স্মার্ট মিটার সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর গুয়াহাটির বিদ্যুৎ ভবন অভিযানের সিদ্ধান্ত নিয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটি। এতেও সবাইকে সামিল হতে আহ্বান জানান অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। সোমবার শিলচরের ইটখোলায় অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির এক সভায় গোটা রাজ্যে স্মার্ট মিটার বাতিলের দাবিতে গড়ে উঠা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং আগামী ১৯ সেপ্টেম্বর শিলচরে স্মার্ট মিটার সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নির্মল কুমার দাসের সভাপতিত্বে পরিচালিত সভায় সংগঠনের বিভিন্ন পদাধিকারী যথাক্রমে দীপঙ্কর চন্দ, কমল চক্রবর্তী, সঞ্জীব রায়, আদিমা মজুমদার, রঞ্জিত চৌধুরী, গৌরাঙ্গ নাথ, চাম্পা লাল দাস, অঞ্জন কুমার চন্দ, বন্দিতা ত্রিবেদী, খাদেজা বেগম লস্কর প্রমুখ বলেন অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দু’বছর আগেই স্মার্ট মিটারের ভয়াবহতা নিয়ে জনসাধারণকে সতর্ক করা হয়েছিল এবং গত বছর গোটা রাজ্যে পাঁচ লক্ষ স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়েছিল।
গত বছরের ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে রাজ্য ভিত্তিক বিদ্যুৎ গ্রাহক সমাবেশ আয়োজন করে মুখ্যমন্ত্রীর নিকট জনগণের লক্ষ লক্ষ স্বাক্ষর সম্বলিত স্মারকপত্ৰ প্ৰদান করা হয়েছিল। পরবর্তীতে এবছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে স্মার্ট মিটার নিয়ে যখন আলোচনায় বসেন তখনও সংগঠনের প্রতিনিধিরা স্মার্ট মিটার সম্পূর্ণ প্রত্যাহারের জোরালো দাবি উত্থাপন করে। কিন্তু কর্পোরেটদের স্বার্থরক্ষাকারী বর্তমান সরকারের নির্দেশে বেসরকারি কোম্পানি জোর করে স্মার্ট মিটার জনগণের ঘরে বসাতে থাকে। জনগণ প্রথমে এর ভয়াবহতার বিষয়ে বুঝতে না পারলেও বর্তমানে উপলব্ধি করতে পারছেন যে এই যন্ত্র কিভাবে জনসাধারণকে ডিজিটাল লুন্ঠন চালাচ্ছে। তাই জেলা কমিটির পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে স্বতস্ফূর্তভাবে স্মার্ট মিটারের বিরুদ্ধে গড়ে উঠা আন্দোলনকে আরও শক্তিশালী রূপ দিতে আগামী ১৯ সেপ্টেম্বর শিলচরে বিশাল জমায়েত ও মিছিলের আয়োজনের ঘোষণা করেছে।
এছাড়াও সভায় উপস্থিত সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য বলেন স্মার্ট মিটারের বিরুদ্ধে গোটা রাজ্যে তীব্র আন্দোলন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আন্দোলনের তীব্রতা অনুধাবন করতে পেরে বলছেন যে পুরোনো ডিজিটাল ও স্মার্ট মিটার একই ধরনের বিল প্রদান করে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন বছর কয়েক আগে লাগানো ডিজিটাল মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার বসানো হচ্ছে? স্মার্ট মিটার যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ব্যক্তিগতকরণ ঘটানোর প্রথম পদক্ষেপ তা মুখ্যমন্ত্রী আড়াল করছেন বলে অভিযোগ তুলেন কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা।