সংখ্যালঘু শ্রমিকদের উজান অসম ছাড়তে হুমকি অজানা সংগঠনের, ভাইরাল ভিডিও
নিরাপত্তা চেয়ে রাজ্যপালের স্মরণাপন্ন এআইইউডিএফ
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : পেটের তাগিদে উজান অসমে কাজ করতে যাওয়া অসমের বিভিন্ন জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এলাকা ছাড়তে হুমকি দিয়েছে এক অজানা সংগঠন। সম্প্রতি এই সংগঠনের এমন হুমকিমূলক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অজানা এই সংগঠনের এমন হুমকিতে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন বহির্জেলায় কর্মরত শ্রমিকরা। এ ঘটনায় উদ্বিগ্ন অসমের অন্যতম রাজনৈতিক দল এআইইউডিএফ রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিষয়টি নিয়ে বিহীত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে। দলটির কয়েকজন বিধায়ক এবং দলের উপসভাপতি সোমবার রাজ্যপালকে এক স্মারকপত্র পেশ করে উজান অসমের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের নিরাপত্তা দাবি জানিয়ে শান্তি সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ না হয় সে ব্যপারে রক্ষা আর্জি জানান। দলের বিধায়করা তাদের স্বাক্ষরিত স্মারকপত্রে উল্লেখ করেছেন যে, অজানা সংগঠন এবং মৌলবাদী গোষ্ঠী প্রকাশ্যে মুসলিম সম্প্রদায়ের একটি অংশের বিরুদ্ধে হুমকি জারি করেছে, বলা হয়েছে যাতে তারা অবিলম্বে উজান অসম ছেড়ে চলে যান। নয়তো ভয়ানক পরিণতির মুখোমুখি হতে পারেন। এই ধরনের হুমকি শুধু উদ্বেগজনক নয়,ওই অঞ্চলের উল্লিখিত সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য একটি গুরুতর হুংকারও বলে মনে করা হচ্ছে। শিবসাগরে সাম্প্রতিক ঘটনা হিন্দিভাষীদের বিরুদ্ধে যে হুমকি দেওয়া হয়েছে তার তীব্রতা আরও গভীর হয়েছে। ভীতি প্রদর্শনের এই কাজটি সেইসব মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে, যারা এখন তাদের জীবন ও জীবিকার জন্য ভীত হয়ে পড়েছেন। এই হুমকিগুলি ভারতের নাগরিক হিসাবে তাদের মৌলিক অধিকার সরাসরি লঙ্ঘন, যার মধ্যে মর্যাদা, স্বাধীনতা এবং নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। ভারতের সংবিধানের অনুচ্ছেদ ১৪, ১৯, ২০, ২১ এবং ২২ এর অধীনে এবং অনুচ্ছেদ ৩ এর অধীনে মানবাধিকার লঙ্ঘনের সামিল। তারই প্রেক্ষাপটে রাজ্যপালের কাছে তাঁরা নিরাপত্তার দাবি জানিয়েছেন।
আজ রাজ্যপালের সংগে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, দলের বিধায়ক হাফিজ বসির আহমেদ, আমিনুল ইসলাম, ডাঃ রফিকুল ইসলাম, মুজিবর রহমান, সুজাম উদ্দিন লস্কর, সামসুল হুদা এবং দলের উপসভাপতি আওয়াল মজিদ, সিদ্দিক আলী ঠাকুরিয়া, হায়দর হোসেন বড়ভূইয়া প্রমুখ।