অক্ষয় চাল, আমন্ত্রণপত্র ও রামচন্দ্রের মন্দিরের ছবি ঘরে ঘরে পৌছাবে ভিএইচপি

বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : আগামী ২২ জানুয়ারি অযোধ্যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত সহ দেশের সমস্ত সন্ত প্রমুখদের উপস্থিতিতে ভগবান রামচন্দ্রের মন্দিরের উদ্বোধন করা হবে এবং এরই সঙ্গে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম সম্পন্ন হবে। এ উপলক্ষে বরাক উপত্যকার তিন জেলা, ত্রিপুরা, মিজোরাম এবং ডিমা হাসাও জেলার প্রতিটি ঘরে ঘরে অযোধ্যা থেকে আগত অক্ষয় চাল, আমন্ত্রণপত্র ও অযোধ্যার ভগবান রামচন্দ্রের মন্দিরের ছবি দেওয়া হবে। এ অভিযান সংঘ পরিবারের সব কার্যকর্তারা ১ জানুয়ারি থেকে শুরু করবেন। অভিযান চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

রবিবার শিলচরে দক্ষিণ পূর্ব প্রান্তের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সভাপতি শান্তনু নায়েক এনিয়ে বিশদ ভাবে জানান। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল, সৎসঙ্গ প্রমুখ দিলীপ দেব, বিভাগ সংগঠন মন্ত্রী রথিশ দাস, মিঠুন নাথ, হাইলাকান্দি জেলা সংগঠন মন্ত্রী সহ অন্যরা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News