ভেটেরন ফুটবল ক্লাবের নয়া কমিটি, সভাপতি তমালকৃষ্ণ ও সম্পাদক সমর

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি: শিলচর ভেটেরন ফুটবল ক্লাবের নতুন কমিটি গঠিত হলো। রবিবার টাউন ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৩ জন পদাতিকারী নিয়ে শক্তিশালী কমিটি গঠন করা হয়।

ক্লাবের নতুন কমিটি গঠনকে ঘিরে সভায় মূলত দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে শুরু হওয়া সভার প্রথম অধিবেশনে বিগত কমিটির প্রতিবেদন পেশ করেন পূর্বতন কমিটির সম্পাদক গোষ্ঠ দত্ত। বিগত কমিটির দু’বছরের প্রতিবেদন পেশ করতে গিয়ে তার কার্যকালের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। বিশেষ করে থাই অফিস কর নির্মাণের জন্য ভূমি ক্রয় হয়েছে তার কার্যকালেই, সে কথা উল্লেখ করেন। বিগত কমিটির আর্থিক হিসেব পেশ করেছেন কোষাধ্যক্ষ জয়ন্ত পাল।

এরপর নতুন কমিটি গঠনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করে পুরনো কমিটি ভঙ্গ করা হয় প্রথম অধিবেশনে। রিটার্নিং অফিসার মনোনীত হন দৌলত রাজ গৌরাঙ্গ। দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং অফিসার। এরপর আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে শিলচর ভেটেরন ফুটবল ক্লাবের নবগঠিত কমিটির চেয়ারম্যান মনোনীত হন রজত ঘোষ। সভাপতি হয়েছেন তমালকৃষ্ণ দত্ত। কার্যকরী সভাপতি হিসেবে সমর বিজয় ঘোষকে চয়ন করা হয়। এছাড়াও উপসভাপতি মনোনীত হয়েছেন গোষ্ঠ দত্ত।

সর্বসম্মতিক্রমে ক্লাবের সম্পাদক মনোনীত হয়েছেন সমর দেব। পাবক নাথকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। যুগ্ম সম্পাদক হয়েছেন রঞ্জন দাস। ফুটবল সচিব হিসেবে মনোনীত করা হয়েছে টি এইচ অনুপ কুমার সিংহকে। এছাড়াও প্রচার সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মকসুদুল চৌধুরী এবং উত্তম সরকারকে। সাংস্কৃতিক সম্পাদক কালীকঙ্কণ আচার্য এবং কার্যালয় সম্পাদক নিযুক্ত হয়েছেন দৌলত রাজ গৌরাঙ্গ। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন দীপঙ্কর ঘোষ। নবগঠিত কমিটির পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সদস্যরা। আগামী দু’বছরের জন্য কমিটির বিভিন্ন কাজকর্মের রূপরেখা নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এদিন সভা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *