বন্যার জলের ভাসছে উত্তর ত্রিপুরার কদমতলার বিস্তৃর্ণ এলাকা
বরাক তরঙ্গ, ১৯ জুন : কয়েক দিনে মুষুলধার বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার অসম সীমান্তের লাগোয়া কদমতলা উন্নয়ন খণ্ড অধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতজুড়ে জলে থৈথৈ অবস্থা। সোমবার সকাল থেকে এক টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। তারমধ্যে এক নং ওয়ার্ডের মানিক নগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। ঐ এলাকায় ষাট থেকে সত্তোরটি পরিবারের বসবাস।মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল পাশ্ববর্তী রাজ্য অসমে লঙ্গাই ও সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে। ছোট বড় মোট ১০টি ছড়া এবং ৩টি নদীর জল মানিকনগর এলাকা প্রবেশ করে জলমগ্ন করে ফেলেছে। বিশেষ করে কুর্তি নদী, থাল নদী ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল।
পনেরো থেকে কুড়িটি বাড়িতে জল ঢোকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায়। তাছাড়া ইতিমধ্যে দু’টি পরিবার কুর্তি হেল্থ সাব সেন্টারে এসে আশ্রয় নিয়েছেন। সঙ্গে সকল বাড়ি ঘরের গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।মানিক নগর এলাকার জলবন্দি জনগণ জানান, বর্তমানে পাহাড়ি নদী নালার জল ঢুকে কুর্তি এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সরকারি তরফে এখন পর্যন্ত তাদের কোন ত্রাণ বা সাহায্য সহযোগিতা করা হয়নি।বর্তমানে তাদের বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ ও যাতায়াতের তীব্র সমস্যা হচ্ছে।