আসাম বিশ্ববিদ্যালয়ে আরএসএসের উদ্যোগে বর্ষ প্রতিপদ উৎসব পালিত

বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে মঙ্গলবার আসাম বিশ্ববিদ্যালয়ে বর্ষ প্রতিপদ উৎসব পালিত হয়। বিক্রম সংবৎ অনুসারে চৈত্র শুক্ল ত্রয়োদশীতেই ভারতবর্ষের অনেক প্রদেশে নববর্ষ উৎসব উদযাপিত হয় বিভিন্ন নামে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে কয়েকটি অন্যতম উৎসব পালন করে এর প্রথমটি হচ্ছে বর্ষ প্রতিপদ। এটাকে হিন্দু নববর্ষ হিসেবেও আখ্যায়িত করা হয়।

এদিন শতাধিক স্বয়ংসেবকের উপস্থিতিতে উদযাপিত উৎসবে হিন্দু নববর্ষের উপর বৌদ্ধিক প্রদান করেন সংঘের দক্ষিণ আসাম প্রান্তের শারীরিক শিক্ষণ প্রমুখ নির্মলেন্দু দেব। উনার মূল বক্তব্য ছিল সমাজ পরিবর্তনশীল, সংঘও পরিবর্তনে বিশ্বাসী, কিন্তু আমাদের মূল জায়গায় যাতে কুঠারাঘাত না হয় সেদিকে দৃষ্টি রাখা জরুরী। সংস্কৃতির জড় যদি ঠিক থাকে তা হলে আমরা পরম বৈভবশালী ভারতবর্ষকে সেই স্বর্ণিম যুগে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। 

এদিনের উৎসবে মুখ্য অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হিমাদ্রি শেখর দাস। ‌এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কাছাড় জেলা কার্যবাহ জয়কুমার কর্মকার ও জেলা ব্যবস্থা প্রমুখ কিশোর পাল। উৎসব পরিচালনা করেন মুখ্য শিক্ষক অরূপ পাল, সহ মুখ্য শিক্ষক পুলক নমঃশূদ্র। ব্যবস্থায় ছিলেন রাজদীপ পাল, অভিষেক নাথ, রাতুল রায়, প্রিয়ম পাল, দেবাঞ্জন শীল প্রমুখ।

এছাড়াও উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডঃ প্রদোষ কিরণ নাথ, অধ্যাপক পার্থ পালিত, বিশ্ব রঞ্জন রায়, শুভদীপ রায় চৌধুরী, সংঘর্ষ মিশ্রা, শ্রীনিবাস, অমিত দাস প্রমুখ।

Author

Spread the News