বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : ১২৯তম নেতাজি জন্মজয়ন্তী ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে একাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্লাবের কর্মকর্তারা বিস্তারিত কর্মসূচির কথা জানান। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই উপলক্ষে আগামী ২৩ জানুয়ারি থেকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে এবং আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এক আকর্ষণীয় সাইকেল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ ১০,০০০ টাকা- সহ ট্রফি ও সার্টিফিকেট দ্বিতীয় পুরস্কার ৬,০০০ টাকা, তৃতীয় পুরস্কার: ৩,০০০ টাকা।
এছাড়াও দিনব্যাপী বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে লম্বাদৌড় প্রতিযোগিতা, ক্যারাম প্রতিযোগিতা, শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার সহ একাধিক বিনোদনমূলক ইভেন্ট। ইচ্ছুক প্রতিযোগী ও শিশুদের অভিভাবকদের শিলচর কাটাল পয়েন্টে অবস্থিত ডিয়ার বয়েজ ক্লাবে এসে নাম নথিভুক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে। ডিয়ার বয়েজ ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ।
তাঁদের মতে, এ ধরনের কর্মসূচি যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং জাতীয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কালাম হোসেন মজুমদার, সহ-সভাপতি সাহারুল ইসলাম লস্কর, সম্পাদক সজল লস্কর, সহ-সম্পাদক গোলাম সাদিক চৌধুরী প্রমুখ।



