সর্বধর্ম সমন্বয় সভার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে উদ্যোগে শনিবা শিলচরে একটি সর্বধর্ম সমন্বয় সন্মেলনের আয়োজন করা হয়। এতে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ, হিন্দি সাহিত্য সমিতি, যুগশঙ্খ, সাময়িক প্রসঙ্গ সহ মোট ১৩টি প্রতিষ্ঠানকে সংবর্ধন জানানো হয়।

শুরুতে স্বাগত ভাষণ দেন সমন্বয় সভার কর্নধার এইচ এম আমির হোসেন। অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ কুমারকান্তি দাস; বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ পিসি শর্মা, শিক্ষাবিদ মনোজকান্তি পাল। প্রণবানন্দ বিদ্যা মন্দিরের অধ্যক্ষা প্রতিমা চক্রবর্তী, মিলন উদ্দিন লস্কর, বাবুল নারায়ণ কানু ও গীতা পাণ্ডে শর্মা প্রমুখ। অনুষ্ঠানে একটি স্মরণিকার আবরন উন্মোচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *