শিলচরে বাংলাদেশি অভিযোগে মুর্শিদাবাদের যুবককে হেনস্থা, সরব বিভিন্ন সংগঠন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের ব্যক্তিকে শারীরিক নির্যাতন চালালো কিছু লোক। রবিবার সকাল সাড়ে ৭টায় শিলচরের হাসপাতাল রোড-রাধামাধব রোডে এ ঘটনাটি ঘটে। মুর্শিদাবাদের রিঙ্কু শেখকে দুষ্কৃতিরা বাংলাদেশি বলে শারীরিক নির্যাতন করে উগ্র কিছু লোক। বরাকের বিভিন্ন এলাকায় পণ্য বিক্রি করা রিঙ্কু ভোটার ও আধার কার্ড দেখালেও দুষ্কৃতিরা পাত্তা দেয়নি। প্রাণভয়ে তিনি মোটরসাইকেল ও পণ্য রেখে পালিয়ে যান। পরে পরিচিতিদের সাহায্যে উদ্ধার হয়।

এমন ঘটনায় নিন্দা জানান বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, ফোরাম ফর স্যোশাল হারমনি ও ইয়াসির সদস্যরা। তাঁরা রাঙ্গিরখাড়ি থানায় এজাহার দাখিলে সঙ্গ দেন। থানার বাইরে রিঙ্কু দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি জানান। অরিন্দম দেব  আইনহীনতার নিন্দা করে গ্রেফতার দাবি করেন। কল্পার্ণব গুপ্ত বলেন, শান্তি-সম্প্রীতি বিঘ্নিত করতে ইচ্ছাকৃত ঘটনা; ক্যাপিটাল পয়েন্টেও অনুরূপ নির্যাতন হয়েছে। প্রশাসনের কঠোর পদক্ষেপ না নিলে আন্দোলনের হুমকি। এদিন উপস্থিত ছিলেন জয়দীপ ভট্টাচার্য, দেবায়ন দেব, সারোয়ার জাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *