বাজপেয়ীর স্বপ্নের মহাসড়কের কাজ সম্পন্ন হবে জানুয়ারিতে : কৌশিক

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : আগামী বছরের জানুয়ারিতে ইস্ট ওয়েস্ট করিডরে কাজ শেষ হবে। অটল বিহারি বাজপেয়ীর স্বপ্নের মহাসড়কের কাজ সম্পন্ন হবে। শনিবার শিলচর থেকে হাফলং পর্যন্ত সৌরাষ্ট্র মহাসড়কের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করে এ কথা জানালেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। বালাছড়া থেকে হারাঙ্গাজাওয়ের অংশের কাজ প্রায় সম্পন্ন। এবং হারাঙ্গাজাও থেকে নিরিমবাংলো পর্যন্ত আরেক অংশের কাজও প্রায় শেষ। চারলেন আবার কোথাও দুই লেন থাকবে বলে জানান মন্ত্রী। বড়াইল ওয়াল্ড লাইফ এলাকায় ২৩ কিমি কাজ শে। জাতিঙ্গা- হারাঙ্গাজাও অংশের কাজও মার্চ – এপ্রিলে শেষ হচ্ছে। তিনি বলেন, এই সড়ক দিয়ে বরাকের মানুষ ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।

এদিন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস।হাফলং আবর্ত ভবনে একটি পর্যালোচনা সভা করেন মন্ত্রী কৌশিক রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *