ভাগাবাজারে বিশিষ্টজনের হাত ধরে তিনটি পুস্তক উন্মোচন
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১২ মে : উন্মোচিত হল অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী লেখা “বামের স্মরণীয় ব্যক্তিত্ব” ও তাঁর ব্যক্তিগত স্মৃতিপটে এঁকে থাকা ঘটনাপ্রবাহের সংকলন “বিক্ষিপ্ত স্মৃতিকথা” নামে দুটি বই। তৎসঙ্গে মওলানা ইকবাল হুসাইন লস্কর কর্তৃক লিখিত “বেসিক নলেজ” নামে আরও একটি বই উন্মোচিত হয়।
রবিবার ভাগাবাজার সাউথ কাছাড় কলেজে বিশিষ্টজনের উপস্থিতিতে তিনটি পুস্তকের উন্মোচন হল। রত্নগর্ভা বাম অঞ্চলে সময়ে সময়ে অনেক গুণিজন জন্মগ্রহণ করেছেন। যাঁরা শিক্ষা, রাজনীতি, সমাজ উন্নয়ন তথা ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। বৃহত্তর বাম অঞ্চল তথা দেশ ও দশের উন্নয়নে যাঁদের অবদান প্রণিধান যোগ্য। যাঁদের জীবন ও কর্ম উত্তর প্রজন্মের জন্য অনুকরণীয়, অনুসরণীয় তথা উৎসাহব্যঞ্জক হতে পারে। বিক্ষিপ্ত ভাবে কিছু লেখালেখি হলেও একক ভাবে অদ্যাবধি তাঁদের জীবনের উপর কোনো আলোচনা বা গ্রন্থ প্রকাশিত হয়নি। অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং হাফসা ফাউন্ডেশনের সহযোগিতায় এই মহৎ কর্ম সম্পাদিত হলো।
বাম অঞ্চলের আরও এক প্রতিশ্রুতিবান, উদ্যমী যুবক, রিড ফাউন্ডেশনের ডাইরেক্টর মওলানা ইকবাল হুসাইন লস্কর। যিনি ইতিমধ্যে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা এ অঞ্চলের শৈক্ষিক উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। আল-ফালাহ স্কুল ও সাউথ কাছাড় কলেজ প্রতিষ্ঠা যার প্রকৃষ্ট উদাহরণ। বিশেষ ভাবে ছাত্রছাত্রীদের জন্য তাঁর লিখিত বই প্রশ্ন উত্তরে ইসলামিক সাধারণ জ্ঞান “বেসিক নলেজ” ছাত্রছাত্রী তথা ইসলামিক সাধারণ জ্ঞান পিপাসুদের জন্য অনেক উপকারী হবে সন্দেহ নেই।
এ দিন মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষা তথা বর্তমান সাউথ কাছাড় কলেজের উপাধ্যক্ষা নিরুপমা নাথের পৌরহিত্যে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। এ ছাড় অতিথি হিসেবে উপস্থিত সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আলা উদ্দিন মণ্ডল সহ অনেকের। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ডিরেক্টর ইকবাল হুসাইন লস্কর।
এ দিনের অনুষ্ঠানে মিডিয়া আইকন সম্মানে ভূষিত করা হল তৈমুর রাজা চৌধুরীকে।