বিভিন্ন তর্ক-বিতর্কের অবসান, শিলচরে উদ্বোধন হলো ইউনিভার্সেল এক্সপো

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : বিভিন্ন তর্ক-বিতর্ক ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিলচরে উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত ইউনিভার্সেল এক্সপো ২০২৫। বরাক উপত্যকায় প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক মানের এক্সপো নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।বৃহস্পতিবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইউনিভার্সেল এক্সপো ২০২৫। আয়োজকদের দাবি, এবছরের এক্সপোতে থাকছে একাধিক ব্যতিক্রমী আকর্ষণ, যার মধ্যে অন্যতম হলো ‘জীবন্ত জলপরি’। দর্শকরা সরাসরি জলপরিকে দেখার পাশাপাশি সেল্ফি তোলার সুযোগও পাবেন। এক্সপোর আরেকটি বড় আকর্ষণ ‘ওশান ওয়ার্ল্ড’, যেখানে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। শিশুদের বিনোদনে এই অংশ বিশেষ ভূমিকা নেবে বলে আশাবাদী আয়োজকরা। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে নানা ধরনের খেলাধুলার বিশেষ ব্যবস্থা।
ইউনিভার্সেল এক্সপোতে রয়েছে একাধিক স্টল, যেখানে রকমারি পণ্য, কেনাকাটার সম্ভার এবং বিশেষ করে মহিলাদের জন্য আকর্ষণীয় সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।

আয়োজকদের মতে,স্বচ্ছ ও সুন্দর পরিবেশে সাজানো এই এক্সপো এলাকা দর্শকদের কাছে বিশেষভাবে মনোগ্রাহী হয়ে উঠবে।সবমিলিয়ে বরাক উপত্যকায় প্রথমবার আয়োজিত ইউনিভার্সেল এক্সপো ২০২৫ ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *