ডিব্রুগড়ে বন্যা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বা

বরাক তরঙ্গ, ১ জুলাই : ডিব্রুগড়ে ব্রহ্মপুত্রের জলস্তর বিপদসীমার উপরে। শহরের ৬০ শতাংশ এলাকা বন্যার কবলে পড়েছে। শহরের অধিকাংশ রাস্তা প্লাবিত এবং ৩৭ নং জাতীয় সড়কের বড় অংশ জলের তলায়।

কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁর লোকসভা কেন্দ্র ডিব্রুগড়ের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি ডিব্রুগড়, তিনসুকিয়া এবং রাজ্যের অন্যান্য অংশের বন্যা কবলিত এলাকাগুলির বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথোপকথনও করেছেন। মুখ্যমন্ত্রী বন্যা দুর্গতদের দ্রুত সাহায্যের আশ্বাস দিয়েছেন।

নগরীর নালিয়াপুল, গ্রাহাম বাজার, খালিহাড়ি, পুলিশ রিজার্ভ, কালীবাড়িসহ বিভিন্ন এলাকা সম্পূর্ণ প্লাবিত হয়েছে। কৃত্রিম বন্যার কারণে শহরটি ভয়াবহ সংকটে রয়েছে। এ ছাড়া পুর কর্পোরেশনের অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা এবং সময়মতো নর্দমা পরিষ্কার না করায় কৃত্রিম বন্যার শিকার হচ্ছেন নগরবাসী।

অসমের সাম্প্রতিক বন্যায় ১২টি জেলার ২ লক্ষ ৬২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার বন্যায় দু’জনের মৃত্যু হয়েছে, রাজ্যে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৪৪ জনে পৌঁছেছে। রাজ্যে ব্রহ্মপুত্রসহ পাঁচটি নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Author

Spread the News