এ ডিভিশন লিগ : পয়েন্ট ভাগাভাগি রংমাই নাগা ইয়ুথের সঙ্গে তরুণের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জুলাই : পরেশ চন্দ্র দাশগুপ্ত এ ডিভিশন লিগ কাম নক আউট ফুটবল টুর্নামেন্টে সোমবার পয়েন্ট ভাগাভাগি করে নিল তরুণ সংঘ ও রংমাই নাগা ইয়ুথ ক্লাব। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এদিনের ম্যাচে দুটি দলই এক দারুণ খেলা উপহার দেয়।
সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দু’টি দলই নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র করে। প্রথমে অবশ্য দু’গোলে লিড নেয় তরুণ সংঘ। শেষে গোল দুটি পরিশোধ করে উল্টো লিড নিয়ে নেয় রংমাই নাগা ইয়ুথ ক্লাব। কিন্তু তারাও শেষ রক্ষা করতে পারেনি। পাল্টা সমতা ফিরেয়ে নিতে সক্ষম হয় তরুণ সংঘের ফুটবলাররা। ম্যাচের ৩১ মিনিটে তরুণ সংঘকে এগিয়ে দেন সুরজ ভুমিজ। পরে আরো এক গোলের ব্যবধান বাড়ান উমানন্দ কর্মকার, ম্যাচের বয়স তখন ৫৪ মিনিট। পরে ম্যাচের ৬৫ ও ৬৮ মিনিটে পরপর দুগোল দিয়ে ম্যাচে সমতা ফেরান যথাক্রমে মাইচিলং রংমাই ও কেনি কাবুই। উত্তেজনাকর এই পরিস্থিতিতে আরও এক গোলের লিড নিয়ে নেয় রংমাই নাগা ইয়ুথ ক্লাব। লিডের গোলটি আসে ককোলানপাও কামেইর পা থেকে। ম্যাচের ৭১ মিনিটে। তবে এই জিত ধরে রাখতে পারেনি। প্রতিপক্ষের ডিসওয়েল লাইটিং শেষ পেরেক ঠুকে রংমাইর স্বপ্নকে চুরমার করে দেন। ম্যাচের বয়স তখন ৮৫ মিনিটে। এদিন ম্যাচ সেরা নির্বাচিত হন তরুণ সংঘের সুরজ ভুমিজ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আয়োজক জেলা ক্রীড়া সংস্থার রেফারি শাখা সচিব সমর রায়। ম্যাচ পরিচালনায় ছিলেন শামীম আহমেদ বড়ভূইয়া। সহকারী হিসেবে ছিলেন কামরুজ্জামান লস্কর, আশুতোষ রি ও শৈলেন্দ্র চন্দ্র দাস।