পোকার কামড়ে অনিয়ন্ত্রিত সেনা বাহন, ছয়টি গাড়িতে ধাক্কা, আহত ৫

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : নিয়ন্ত্রণ হারিয়ে এমইএস এর (সেনা বাহিনীর) একটি মিনিট ট্রাক এক এক করে ছয়টি গাড়িতে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হয়েছেন দুই বাইক আরোহী সহ তিন জন। দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার সকালে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের ইসলামাবাদে।

পোকার কামড়ে অনিয়ন্ত্রিত সেনা বাহন, ছয়টি গাড়িতে ধাক্কা, আহত ৫

প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে, মিজোরামের দিক থেকে আসা এমইএস এর দ্রুতগতির টাটা যুদ্ধা গাড়ি অনিয়ন্ত্রিতভাবে সড়কের রং সাইটে গিয়ে একটি বাইক সহ পাঁচটি অটো গাড়িতে ধাক্কা মারে। ফলে গুরুতর আহত হয়েছেন বাইক চালক ও আরোহীসহ তিন অটো যাত্রী। স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রেরণ করেন। আঘাত গুরুতর হওয়ায় সবাইকে স্থানান্তর করা হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পোকার কামড়ে অনিয়ন্ত্রিত সেনা বাহন, ছয়টি গাড়িতে ধাক্কা, আহত ৫

জানা যায়, মিলিটারি বাহনের চালকের চোখে একটি পোকা কামড় দিলে চালক নিয়ন্ত্রণ হারান। প্রথমে গাড়িটি বাইকে ধাক্কা দিলে ছিটকে পড়েন চালক ও আরোহি। মিলিটারি বাহনের সামনের মার্টগার্ড ও চাকার মধ্যভাগে আটকে যায় বাইক। তার পরবর্তী অন্তত ১০০ মিটার হেঁচড়ে নিয়ে একের পর এক পাঁচটি অটোতে ধাক্কা মারে। বাইক চালক মেহবুব আলম লস্কর ও ফখরুল ইসলাম বড়ভূইয়ার নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে থেকে মেহবুবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Author

Spread the News