উধারবন্দ আর্যপল্লীতে মিলছে না পানীয়জল, ক্ষোভ

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : জলজীবন মিশন নতুন প্রকল্পের উধারবন্দ আর্যপল্লীতে নোংরা পানীয়জল সরবরাহ করায় এলাকাবাসী সরব হলেন। শুক্রবার নোংরা পানীয় জলের সমস্যা নিয়ে সাংবাদিক ডেকে পিক্লু পাল চৌধুরি, দিলীপ পুরকায়স্থ, বিজয় সাহা, দুর্গাশঙ্কর চৌধুরী, মহাদেব বণিক, বীরেশ্বর পুরকায়স্থ, শ্যামলী নাগ, অষ্টমী পাল, শিপ্রা সাহা, রুমা বণিক, জ্যোতস্না পাল, অঞ্জলি পাল, নমিতা ভট্টাচার্য, পরিতোষ বনিক, মিঠুন দাস, দ্বিজেন সিংহ, অপু আচার্য, বেণী নাগরা জানান, বিশুদ্ধ পানীয়জলের অভাবে দীর্ঘ দিন ধরে ভুগছে আর্যপল্লীর চল্লিশটি পরিবার। বছর দেড় এক আগে জলজীবন মিশনের কাজ শুরুর পর থেকে পানীয়জলের সমস্যা দেখা দেয় এই এলাকায়। হাতেগনা কয়েকটি পরিবারে নাম মাত্র পানীয়জল পৌঁছলেও অধিকাংশ পরিবারে পানীয়জল পৌঁছে না। কয়েকটি পরিবার নাম মাত্র যে জল পেয়ে থাকে তাও ব্যবহারের উপযোগী না।

বিশুদ্ধ পানীয়জলের পরিবর্তে নোংরা জল সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগ তুলে তাঁরা বলেন, পানীয়জলের জন্য চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে তাদের। পানীয়জল সমস্যা সমাধানের দাবিতে বিভাগীয় কর্তৃপক্ষকে দুই বার লিখিত অভিযোগও জানিয়ে ছিলেন তারা। এমনকি স্থানীয়দের অভিযোগের পরিপ্রক্ষিতে লোকসভা নির্বাচনের আগে পরিদর্শন করে নির্বাচনের পর তা সমাধানের আশ্বাস দিয়ে ছিলেন বিভাগীয় প্রকৌশলী। কিন্তু নির্বাচনের পর কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেলেও বিভাগীয় বাস্তুকারের দেখা মেলেনি এবং এলাকার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

উধারবন্দ আর্যপল্লীতে মিলছে না পানীয়জল, ক্ষোভ
উধারবন্দ আর্যপল্লীতে মিলছে না পানীয়জল, ক্ষোভ

Author

Spread the News