বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : দু’টি পিস্তল সহ দুই যুবককে আটক করল কাছাড় পুলিশ। মঙ্গলবার রাতে ধলাখাল বিএওপি-র সামনে নিয়মিত চেকিং চলাকালীন মিজোরাম দিক থেকে আসা একটি ব্রেজা গাড়ি (AS01 ET 2398) আটক করা হয়।
গাড়িটি তল্লাশি চালিয়ে একটি .৩২ পিস্তল ও ম্যাগাজিন এবং ৭.৬৫ এমএম পিস্তল ও ম্যাগাজিন সহ ৭.৬৫ এমএম-এর পাঁচ (০৫) রাউন্ড জীবিত গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
মারগাইহজুয়োল মার (২৬)। তার বাড়ি মিজোরামের জুয়াগটুই, ত্লাংনুয়াম এলাকায়। অন্যজন হল ইম্ফল ইস্ট এর লামাভুটাংখালের বাসিন্দা লালখুমলিয়েন মার (৩৮)
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি লক্ষ্মীপুর থানার অধীন মারকুলিয়েন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।


