বিন্নাকান্দিতে ইনোভা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, ধৃত সোনাইর দুই যুবক

বরার তরঙ্গ, ৭ জুলাই : বৃহৎ পরিমাণের সন্দেহজনক হেরোইন সহ আটক দুই পাচারকারী। বৃহস্পতিবার রাত অনুমানিক নটায় লক্ষীপুর মহকুমার পুলিশ প্রধান দীপক কুমার ও এসআই নাফিজুর রহমান গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষীপুরের বিন্নাকান্দি ঘাট সংলগ্ন এলাকা থেকে ৫৫ টি সাবান কেসে প্রায় দুই কেজি সন্দেহভাজন হেরোইন সহ ২ পাচারকারীকে আটক করেন। ধৃত পাচারকারীরা হলেন কচুদরম বাজার সংলগ্ন এলাকার পিয়ার উদ্দিন লস্করের ছেলে লালমনি লস্কর (২৮) ও অপরজন সোনাই থানার অন্তর্গত তুলারগ্রাম দ্বিতীয় খণ্ডের ফয়জুল হক লস্করের ছেলে ইমরান হোসেন লস্কর।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল গভীর রাতে ইমরান এবং লালমনি একটি বিলাসী বাহনে করে ৫৫টি সাবানের কেসে প্রায় ১ কেজি ৯৮০ গ্রাম সন্দেহজনক হেরোইন পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। লক্ষীপুরে পুলিশ প্রধান দীনেশ কুমার এবং এসআই নাফিজুর রহমানের কাছে আগে থেকে এই পাচারের খবর ছিল তাই বিনাকান্দি ঘাট সংলগ্ন এলাকায়  সোনাই পূর্ত সড়কে তল্লাশিতে বসেন পুলিশকর্মীরা। তখনই ইমরান এবং লালমনি AS11H 2470 নম্বরের একটি সাদা রঙ্গের ইনোভা গাড়ি নিয়ে সোনাই অভিমুখে যাওয়ার পথে পুলিশের তল্লাশিতে গাড়ি থেকে বিপুল পরিমাণের সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ সঙ্গে পাচারকারী ইমরান এবং লালমনিকে লক্ষীপুর থানায় নিয়ে আসেন। প্রাপ্ত খবর মতে বর্তমানে তাদের বিরুদ্ধে একটি  মামলা-নথিভুক্ত করে লক্ষীপুর আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News