শ্রীভূমিতে চলন্ত বাসে যুবতীর সঙ্গে যৌন নিপীড়নের অপচেষ্টা, গ্রেফতার দুই যুবক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : শ্রীভূমি জেলায় চলন্ত যাত্রীবাহী বাসে এক যুবতীর সঙ্গে যৌন নিপীড়নের অপচেষ্টা চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর এসটিসি-র অধীনস্থ বাসটিকেও আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতের অন্ধকারে, যখন ভুক্তভোগী যুবতী বাসে যাত্রা করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন যুবক মিলে তাকে হয়রানি করার চেষ্টা করে। ঘটনাটি নজরে আসার পরপরই পুলিশের প্রযুক্তিগত দল তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতার হওয়া দুই যুবকের মধ্যে একজন হলেন জসিম উদ্দিন লস্কর, যার বাড়ি হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে। অপরজন আবুল সালাম, যিনি শিলচরের বাসিন্দা। বর্তমানে তৃতীয় অভিযুক্তের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে, এই ভয়াবহ ঘটনার শিকার হওয়া যুবতী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে বলে জানা গেছে।

এই ন্যাক্কারজনক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আওয়াজ উঠেছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মহিলাদের সুরক্ষার বিষয়টি আরও জোরদার করা হবে।