শবে কদরের রাতে রক্তারক্তি কাণ্ড, ছুরিকাঘাতে আহত ২ যুবক উত্তেজনা
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : শবে কদরের পবিত্র রাতে এক অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর ঘটনা ঘটল পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজারে। পুরনো শত্রুতার জের ধরে এক যুবকের এলোপাথাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা নাগাদ হাতিখাল বাজারের কচুদরম সড়কে বিদ্রোহীপার এলাকার এক যুবকের সঙ্গে সুন্দরী প্রথম খণ্ডের দুই যুবকের প্রথমে কথা কাটাকাটি হয়। সামান্য বচসা, কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, বিদ্রোহীপাড়ের ওই যুবক তার পকেট থেকে ধারালো অস্ত্র বের করে সুন্দরী দুই যুবকে উপর্যুপরি আঘাত করে।
আহত দুই যুবক সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা মজিবুর রহমান বড়ভূইয়ার ছেলে রাহুল আলম বড়ভূইয়া এবং বাহার হুসেন বড়ভূইয়ার পুত্র আসরাফুল হুসেন বড়ভূইয়া রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে একটি স্থানীয় ফার্মাসিতে নিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাজারের অন্যান্য দোকানদার ও স্থানীয় লোকজন ফার্মাসির সামনে ভিড় করেন, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কচুদরম থানার এসআই কাইকোখাত সিংসনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত রাহুল আলম বড়ভূইয়া ও আসরাফুল হুসেন বড়ভুইয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান।

এদিকে, আহত দুই যুবকের পরিবারের সদস্যরা বাজারে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে কচুদরম থানার পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিদ্রোহীপাড়ের যুবককে আটক করেছে।