ভারতমালা সড়ক নির্মাণের বকেয়া পাওনার দাবিতে ধলাইয়ে অবরোধ

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : ভারতমালা সড়ক নির্মাণের বকেয়া পাওনার দাবিতে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে ধলাইয়ের ক্লেভার হাউস এলাকা। দীর্ঘদিন ধরে চলা এই সড়ক নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের পর কাজ শুরু করে ঝণ্ডু কন্সট্রাকশন কোম্পানি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমি অধিগ্রহণ করা হলেও তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হয়নি।

ভুক্তভোগীদের দাবি, ধলাইয়ের ক্লেভার হাউস এলাকায় ভারতমালা সড়কের জন্য তাদের জমি অধিগ্রহণ করা হয় এবং ঝণ্ডু কন্সট্রাকশন কোম্পানি সেখানে রাস্তার কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে। তবে জমির মালিকদের প্রাপ্য অর্থ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। পাওনা আদায়ের জন্য স্থানীয়রা বারবার সোনাই সার্কল অফিস ও শিলচর ভূ-বাসন কার্যালয়ে ধরনা দিলেও কোনও ফল হয়নি।

ভারতমালা সড়ক নির্মাণের বকেয়া পাওনার দাবিতে ধলাইয়ে অবরোধ

দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়ে অবশেষে বৃহস্পতিবার রাস্তায় নেমে অবরোধ শুরু করেন স্থানীয় জনগণ। তারা অভিযোগ করেন, জমির পাওনা না মিটিয়ে রাস্তার কাজ শেষ করে ঝণ্ডু কোম্পানি তাদের পথে বসিয়ে দিয়েছে। যতক্ষণ না তাদের ন্যায্য পাওনা মেটানো হচ্ছে, ততক্ষণ তারা রাস্তা অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন।

ভারতমালা সড়ক নির্মাণের বকেয়া পাওনার দাবিতে ধলাইয়ে অবরোধ

অবরোধের ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, এবং তাদের সমস্যার কথা শোনেন।
দীর্ঘ আলোচনার পর জেলা প্রশাসনের কর্মকর্তারা শীঘ্রই বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণ অবরোধ প্রত্যাহার করে নেন। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধ না করা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Author

Spread the News