বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : নির্মাণকাজ চলাকালীন ভয়াবহ ভূমিধসে দুই শ্রমিকের মৃত্যু ঘটল। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তুরার উপকণ্ঠে ডানাকগ্রে নির্মাণকাজ চলাকালীন এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ঘটনার পরপরই রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) এবং অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবার সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। ঘটনায় জানা গেছে, পাঁচজন শ্রমিক মাটি খোঁড়াখুঁড়ি করে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ করছিলেন, ঠিক সেই সময় আকস্মিকভাবে ওপরের ঢালু মাটি ভেঙে পড়ে তাঁদের ওপর।
SDRF-এর তুরা শাখার ডিভিশনাল কম্যান্ড্যান্ট পেনিউয়েল টি. সাংমা জানান, সকাল ৯টা ৩০ মিনিটে ঘটনাটি সম্পর্কে জেলা প্রশাসন থেকে ফোন পাওয়ার পরপরই SDRF-এর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা তিনজন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন এবং একজনের দেহ উদ্ধার করা হয়।
অন্য আরেক শ্রমিককে SDRF দল পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে পরে জানা যায়, তুরা সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইয়ে।
এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি—নির্মাণ কাজে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তাঁরা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


