বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : রেলস্টেশনে দুই সন্দেহভাজন নেশা কারবারিকে আটক করে পুলিশ। ঘটনাটি ত্রিপুরার যোগেন্দ্রনগর রেলস্টেশনের। শুক্রবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যোগেন্দ্রনগর রেলস্টেশনে অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ দু’জন সন্দেহভাজন নেশা কারবারিকে আটক করেছে। ধৃতরা হলেন শ্রীলঙ্কা বস্তির নাজির হোসেন এবং বিহারের শ্যামকুমার সিং। যদিও তাদের কাছ থেকে কোনও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার হয়নি, পুলিশ জানায়—দু’জনের বিরুদ্ধেই পূর্বে একাধিক মামলা রেকর্ড রয়েছে।
পুলিশের দাবি, ঘটনাস্থলে মোট পাঁচজন যুবক উপস্থিত ছিল। তবে তিনজন পুলিশকে দেখে পালিয়ে যায়। শনিবার আটক দুই ব্যক্তিকে আদালতে পেশ করা হয়।
অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পূর্ব আগরতলা থানায়। বনমালীপুর যুব মোর্চার কয়েকজন নেতা থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করে কঠোর পদক্ষেপের দাবি জানান। যুব মোর্চার অভিযোগ—বিরোধী দলের এক বিধায়ক নাকি থানায় বসেই আটক দুই সন্দেহভাজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এই অভিযোগ ঘিরে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


