জিসি কলেজে দুই ছাত্র সংগঠনের মারপিটে উত্তপ্ত, জখম ১

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : সদস্য ভর্তি অভিযানকে কেন্দ্র করে শিলচর গুরুচরন কলেজে দুই ছাত্র সংগঠনের মারপিটে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বুধবার কলেজে সদস্য ভর্তি অভিযানকে কেন্দ্র করে এনএসইউআই এবং এবিভিপি-র মধ্য তুমুল মারপিটের ঘটনা সংঘটিত হয়। জানা যায়, এ দিন শিলচর কলেজে এনএসইউআই-র সদস্য ভর্তি অভিযান চলছিল, সদস্য ভর্তি সময়ে কোন একটি বিষয় নিয়ে দুই ছাত্র সংগঠনের ঝগড়ার সুত্রপাত ঘটে। আর এই ঝগড়া পরে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ঘটনাকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মারপিটে এনএসইউআই সমর্থিত ১ ছাত্র আহত হয়েছেন। পরে পুলিশ এই ছাত্রকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। NSUI সভাপতি জন্মজয় চৌধুরীর অভিযোগ করে সংবাদ মাধ্যমকে বলেন, এই ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী, মঙ্গলবার থেকে এনএসইউআইর সদস্য ভর্তি অভিযান চলছিল কিন্তু আজ ABVP সদস্যরা ঝামেলা করার জন্য তারাও সদস্য ভর্তি অভিযান শুরু করে এবং তারা সদস্যদের  মারপিট করে।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News