ইছাবিল বাগান পঞ্চায়াতের সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত দুই রাজু
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ জুন : ইছাবিল বাগান পঞ্চায়াতের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হলেন বরাক চা শ্রমিক ইউনিয়নের রাজু কুর্মী ও রাজু নুনিয়া। পাথারকান্দি বিধানসভার ইচাবিল চা-বাগানে বাগান পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত। শান্তিপূর্ণ ভাবে কড়া নিরাপত্তার মধ্যে রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে ভোটদান পর্ব। ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এদিনই গণনা শুরু হয়। বিজয়ী হন শ্রমিক ইউনিয়নের পদাধিকারীরা। মোট ২২ জন প্রার্থী ছিলেন। এদের মধ্যে থেকে জয়লাভ করেন প্রাক্তন বিএমএফ এর পঞ্চায়েত সভাপতি রাজু কুর্মীর।
এবার তিনি বিএমএফ সংগঠন ছেড়ে বরাক চা শ্রমিক ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের দিল্লি থেকে অভিনন্দন জানিয়েছেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদক যথাক্রমে কৃপানাথ মালা ও রাজদীপ গোয়ালা। এছাড়া তাঁদের অভিনন্দন জানিয়েছেন যুবনেতা সুদীপ গোয়ালা, শচীন সাহু, রতন কুর্মী প্রমুখ। বিকেলে বিজয়ী ঘোষণার পর রাজু কুর্মি তাঁর বিজয়ে জন্য প্রথমে তিনি ধন্যবাদ জানান বাগানের শ্রমিক মা ভাই বোনদের। একই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সব কর্মকর্তাদের।
নির্বাচনে জয়ী পদাধিকারীরা হলেন যথাক্রমে সভাপতি, রাজু কুর্মি, সহ-সভাপতি রাজু বারোই, সম্পাদক রাজু নুনিয়া, সহ-সম্পাদক উত্তম রবিদাস, সদস্য জালাল উদ্দিন, সুজিত নুনিয়া, রাজকুমার নুনিয়া, কিশোর বাকতি ও উত্তম পাশী।