শনিবার বঙ্গভবনে দু’টি নাটক

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : কলকাতার সুপরিচিত নাট্যদল মৃচ্ছকটিক আগামীকাল শনিবার শিলচর বঙ্গভবনে দু’টি নাটক পরিবেশন করবে। প্রথমে সন্ধ্যা ছয়টায় নির্বাক অভিনয়ে তাঁরা মঞ্চস্থ করবেন ‘হঠাৎ দেখা’। রাত আটটায় তাঁদের দ্বিতীয় নাটক ‘নবাব’।

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের আমন্ত্রণে নয়জনের কলাকুশলী-দল আজ শুক্রবার শিলচরে এসে পৌঁছেছে। একদিকে এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায়  মৃচ্ছকটিক আয়োজিত ভারতীয় রঙ্গ-নাট্যযাত্রা উৎসবের প্রথম পর্যায়ের নিবেদন, অন্যদিকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী বর্ষের বিশেষ কর্মসূচি। নাটকদুটি উপভোগের জন্য শিলচরের নাট্যমোদী জনতার প্রতি অনুরোধ করেছেন বরাক বঙ্গের কাছাড় জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ ধর। তিনি জানিয়েছেন, প্রবেশপত্র বঙ্গভবনেই পাওয়া যাবে।

একইসঙ্গে বরাক বঙ্গের পক্ষ থেকে দুদিনের নাট্য কর্মশালারও আয়োজন করা হয়েছে। তাতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন মৃচ্ছকটিকের নির্দেশক শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে দশটায় সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় কর্মশালার সূচনা হবে। চলবে রবিবারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *