বেপরোয়া গাড়ি চালানোকে কেন্দ্র করে কালাইনে দুপক্ষের মারপিট, জখম

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : বৃহস্পতিবার বেলা ৩ টা নাগাদ কালাইন লক্ষীপুর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘটিত হয়েছে তুমুল মারপিট। এতে গুরুতর জখম হয়েছেন একই পরিবারের ৯ব্যক্তি। জানা গেছে, লক্ষীপুরের বাসিন্দা ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রামের ফাঁড়ি রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে বাহন নিয়ে যাওয়ার পথে একই গ্রামের রেশম লস্কর নামের  অন্য এক যুবক বাধা দেয়। এবং ফাঁড়ি রাস্তা দিয়ে ধীর-গতিতে গাড়ি চালানোর কথা বললে শুরু হয় দু’জনের মধ্যে তর্ক বিতর্ক। এরপর দু’জনের মধ্যে শুরু হয় টেলা ধাক্কা।  হই হাল্লার শব্দ শুনে ছুটে আসেন ইসলামের পরিবারের লোকরা। রেশমকে মারধর করে দলবদ্ধভাবে আক্রমণ চালানো হয়। ভাঙচুর করেন রেশমের বাড়ির বিভিন্ন আসবাবপত্র। পাশাপাশি মারধর করেন রেশমের মা, বাবা, স্ত্রী সহ পরিবারের লোকদের। তাদের হাল্লা চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামবাসীরা। এবং গ্রামবাসীদের কঠোর প্রচেষ্টার ফলে শান্ত হয় পরিস্থিতি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কালাইন পুলিশ। এবং ঘটনাস্থল থেকে জখমি লোকদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। বর্তমান চিকিৎসারত অবস্থায় রয়েছেন রেশম লস্কর সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। এদিকে ঘটনার মূল অভিযুক্তদের বিরুদ্ধে কালাইন থানায় একটি মামলা দায়ের করেন রেশমের বাবা আস্কর হোসেন।

Author

Spread the News