কাবুগঞ্জে লরির চাকায় পিষ্ট মিজো যুবক, আহত দুই

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : কাবুগঞ্জ বাইপাস সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। প্রাণ হারালো এক যুবক। গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিজোরামের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন যুবক-যুবতী বাইক ও স্কুটি নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কাবুগঞ্জ বাইপাস সড়কে পৌঁছালে রাস্তার একটি বড় গর্তে পড়ে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আরোহী যুবক সড়কের উপর ছিটকে পড়েন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিজোরামের ভাইরেংটি সিমলং এলাকার বাসিন্দা বছর তেইশের জামজপাও সিমসঙের। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন জামপো সাংমন ও লালবই সাংমন নামে আরও দুই যুবক।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধলাই থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চিকিৎসকরা জামজপাও সিমসংকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মিজোরামের কলাসিব ও আইজল থেকে আসা দু’টি আলাদা দল একটি মাইক্রো ফাইনান্স সংস্থার মিটিংয়ে যোগ দিতে শিলচর হয়ে ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। পরিকল্পনা অনুযায়ী ওই রাতে তাদের শিলচরে থাকার কথা ছিল এবং পরদিন ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। আইজল থেকে আসা দলটি একটি গাড়িতে যাত্রা করলেও ভাইরেংটি সিমলং এলাকার দলটি তিনটি বাইকে মোট ছয়জন নিয়ে যাত্রা করছিল। নিহত জামজপাও সিমসং ওই দলেরই একজন ছিলেন। পুলিশ দুর্ঘটনায় জড়িত কেএ ১৯ এএফ ১৬৭৯ নম্বরের লরি এবং দুর্ঘটনাগ্রস্ত এমজেড ০৫ বি ৩৬৯৫ নম্বরের স্কুটি হেফাজতে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *