এনকাউন্টারে সেনাবাহিনীর কর্নেল, মেজর সহ পুলিশের ডিএসপির মৃত্যু, নিকেশ দুই জঙ্গিও

১৪ সেপ্টেম্বর : ফের রক্তাক্ত কাশ্মীর উপত্যকা। অনন্তনাগ এনকাউন্টারে সেনাবাহিনীর কর্নেল, মেজর সহ পুলিশের ডিএসপির মৃত্যু হল। গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গিও। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা।

নিরাপত্তা বাহিনী ওই এলাকায় ৩-৪ জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে শুরু করে তল্লাশি অভিযান। বুধবার জঙ্গি দমন অভিযানে গিয়ে প্রাণ হারালেন ভারতীয় সেনার দুই আধিকারিক ও কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ কর্তা। কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযান চলাকালীনই তিন আধিকারিকের মৃত্যুর খবর মিলেছে। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও সেনার শীর্ষ আধিকারিকরা।

ভারতীয় সেনার চিতা হেলিকপ্টারগুলোও কাজে লাগানো হয়েছে বলে সেনা সূত্রে খবর।

জানা গেছে, মৃতদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক। এছাড়াও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হুমায়ুন মুজামিল ভাটের মৃত্যু হয়েছে। বুধবার কাশ্মীরের অনন্তনাগে জঙ্গলের মধ্যে ঢুকে জঙ্গি দমনের অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন তাঁরা। রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের দুই সেনা আধিকারিকের কাছে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতেই কাজ শুরু করে যৌথ বাহিনী। সেই সময়েই দুই সেনা আধিকারিকের পাশাপাশি জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় কাশ্মীর পুলিশের ডিএসপিরও।

মৃত আধিকারিকদের দেহ উদ্ধার করতে গিয়েও জঙ্গিদের প্রবল গুলিবৃষ্টির মধ্যে পড়তে হয় যৌথ বাহিনীর সদস্যদের। জঙ্গি দমন অভিযান চালিয়ে যেতে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার। ঘটনাস্থলে পৌঁছেছেন সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও জম্মু কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে পুলিশের কাছে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে। অভিযান চালাতে গিয়েই গুরুতর জখম হন তিন আধিকারিক। তাঁদের উদ্ধার করতে গিয়েও সমস্যার মধ্যে পড়ে সেনা। শেষ পর্যন্ত মৃত অবস্থায় তিনজনের দেহ উদ্ধার হয়।

Author

Spread the News