টিআরকে রোডের কাজের শিল্যানাস দীপায়নের

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : শিলচর শহর সংলগ্ন অরুণাচল জিপির কুমার পাড়া এলাকায় বুধবার সড়ক সংস্কার কাজের শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর ‘পকিপথ’ নির্মাণ প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ৮৭ লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে নির্মিত হবে পাকা পথ। শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন কুমারপাড়া এলাকায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, অরুণাচল জিপির কুমার পাড়ার টিআরকে রোড থেকে ভায়া রাজনগর পর্যন্ত নির্মাণ হতে যাওয়া সড়ক সংস্কার কাজের গুণগত মান বজায় রেখে কাজের বরাত প্রাপ্ত ঠিকাদার স্থানীয়দের সহায়তায় কাজে হাত দেবেন।ডিলিমিটেশনের মাধ্যমে অরুণাচল জিপি শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ার এক বছরের মাথায় এই প্রথমবারের মতো এলাকায় উন্নয়নের কাজ শুরু করেছে বর্তমান সরকার। বিগত ১৫ বছর ধরে পিছিয়ে থাকা জিপির উন্নয়নে বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ তৎকালীন জনপ্রতিনিধিরা কোন ধরনের কাজ করেননি।

২০২৩-২৪ অর্থ বছরে সরকারের বরাদ্দকৃত অর্থের বিনিময়ে সড়কের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার পাশাপাশি আগামীতে এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ নজর রেখেছেন বলে জানিয়েছেন দীপায়ন। আগামীতে এলাকায় দু’টি সেতু নির্মাণের জন্য পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। যা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এতোদিন যাঁদের ভোট দিয়ে স্থানীয়রা জয়ী করেছেন তাঁরা এলাকার উন্নয়নে তেমন নজর দেয়নি। ফলে সাধারণ মানুষ বিগত ১৫ বছর ধরে বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য নরক যন্ত্রনা ভোগ করছেন। ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বর্তমান রাজ্য সরকার অরুণাচল জিপির উন্নয়নে হাতে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা জনসমক্ষে তুলে ধরে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

টিআরকে রোডের কাজের শিল্যানাস দীপায়নের
টিআরকে রোডের কাজের শিল্যানাস দীপায়নের

Author

Spread the News