অসম অ্যাথলেটিকসে স্বর্ণপদক জয়ী মহরম আলিকে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : অসম অ্যাথলেটিকস সংস্থার সদ্য আয়োজিত প্রতিযোগিতায় সোনা ও রুপা দু’টি পদকজয়ী বরাকের একমাত্র প্রবীণ অ্যাটলিট মহরম আলি মজুমদারকে সংবর্ধনা জানালেন ক্রীড়া শিক্ষক। মঙ্গলবার সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরীর হায়ার সেকেন্ডারি স্কুলের ক্রীড়া শিক্ষক শিক্ষক হোসেন আহমদ লস্কর মহরম আলি সহ সুনীল সিনহা ও টিম ম্যানেজার দীপ্তি সিনহাকে সংবর্ধনা জানান।

উল্লেখ্য, গুয়াহাটি সরুসজা ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা অ্যাটলেটিক্স প্রতিযোগিতায় পাঁচ হাজার কিলোমিটার ওয়াকিং রেসে স্বর্ণপদ জয়লাভ করেন মহরম আলি মজুমদার। একইভাবে ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রুপা পদক পান তিনি। মহরম আলি এই প্রতিযোগিতায় বরাক উপত্যকার একমাত্র প্রতিযোগী হিসেবে দুটি পদক জয়ী হোন। সোনাইয়ের সৈদপুর এলাকার বড়বন্দের বাসিন্দা মহরম আলি ৬৫ প্লাস গ্রুপের প্রতিযোগী ছিলেন। এর আগেও তিনি গোয়ার প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভ করেন।

অসম অ্যাথলেটিকসে স্বর্ণপদক জয়ী মহরম আলিকে সংবর্ধনা

প্রতিযোগিতায় সুনীল সিনহা পাঁচ কিলোমিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করেন। কাছাড়ের আরেক অ্যাটলিট রেখারানি বরুয়া ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে দু’টি রৌপ্য পদক লাভ করেন।

অসম অ্যাথলেটিকসে স্বর্ণপদক জয়ী মহরম আলিকে সংবর্ধনা
অসম অ্যাথলেটিকসে স্বর্ণপদক জয়ী মহরম আলিকে সংবর্ধনা

Author

Spread the News