করিমগঞ্জে যুব মোর্চার সম্মেলনে নেহা যোশী
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : জেলাগ্রন্থাগারে অনুষ্ঠিত হল যুব মোর্চার সদস্য অন্তর্ভুক্তি অভিযান ও যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অনুষ্ঠানে অংশ নেন সর্বভারতীয় যুব মোর্চার সহসভানেত্রী নেহা যোশী।
বুধবার জেলা যুব মোর্চার সভাপতি বীরেন দাসের পৌরহিত্যে সদস্য অন্তর্ভুক্ত অভিযান ও যুব সম্মেলনে রাহুল গান্ধীর তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন নেহা যোশী।
যুব সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাস ও সাংসদ কৃপানাথ মালা, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার, করিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্রদেব, বিশ্বরূপ ভট্টাচার্য, অমরেশ রায় সহ জেলা বিজেপির কার্যকরী সদস্য, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, সকল মন্ডল ও যুব মোর্চার সভাপতি সম্পাদক সহ কার্যকরী সকল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
একদিনের সফরসূচি নিয়ে করিমগঞ্জ এসেছেন যোশী। করিমগঞ্জে পৌঁছৈ নেহা যোশী ও রাকেশ দাস প্রথমেই উভয় নেতা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শন করেন।