ভেঙে যাওয়া সেতুতে এখনও আটকে রয়েছে দু’টি লরি, নৌকায় পারাপার
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : ভাগা-শেরখান রোডে আরসিসি সেতু ভেঙে পড়ার প্রায় ২০ ঘণ্টার পার হলেও এ পর্যন্ত মাত্র একটি লরি সরাতে সক্ষম হয় বিভাগ। সর্বশেষ খবর পাওয়া মত একটি লরির সামগ্রী সরিয়ে সেতু থেকে লরিটি সরিয়ে নিলেও আরও দু’টি এখনও আটকে রয়েছে। সেগুলো সরাতে গিয়ে কাটার ব্যবহার করা হচ্ছে। শুক্রবার রাত প্রায় সাড়ে আটটা থেকে ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। ফলে ধলাইয়ের তিনটি জিপির জনগণসহ বৃহত্তর অঞ্চলের মানুষ চরম বিপাকে পড়েছেন। এদিকে আজ শনিবার ভাগার সাপ্তাহিক বাজার। বাজারে লোকজন আসতে জলপথ ব্যবহার করতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। রুকনী নদী পারাপার হওয়ার জন্য প্রায় সাতটি ছোট নৌকা চলছে। নৌকা ভরে সাধারণ মানুষ বাজারে আসছেন। নৌকায় পারাপার হতে গিয়ে অনেকেই আতঙ্কে ভুগছেন।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ভাগা বাজারের পাশে রুকনী নদীর উপর শেরখান রোডে আরসিসি সেতু ভেঙে একটি লরি সহ দু’টি টিপার ঝুলে পড়ে। সেতুর উপর দাঁড় করে রাখা ছিল সিমেন্ট বোঝাই বারো চাকার লরিটি। তার পাশ দিয়ে শেরখান দিকে পাথর বোঝাই দু’টি টিপার যাওয়ার সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। তিনটি লরি সেতু ভেঙে ঝুলপ পড়ে। স্থানীয়দের বক্তব্য অত্যাধিক বোঝাইর দরুন সেতু ভেঙে যায়। সেতু তার বহন ক্ষমতার অধিক হওয়ায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে।