হাইলাকান্দিতে দুই কেজি নকল সোনা উদ্ধার, ধৃত বিহারের মহিলা সহ তিন

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : বিহার থেকে নকল সোনা বিক্রি এসে হাইলাকান্দি পুলিশের জালে ধরা পড়লেন এক মহিলা সহ তিনজন। পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তিনজনকে পাকড়াও করতে অভিযান চালায়। রবিবার হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র পয়েন্ট থেকে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম পুলিশ। তাদের কাছ থেকে দুই কেজি নকল সোনা বাজেয়াপ্ত করে হাইলাকান্দি সদর পুলিশ। ধৃতরা হলেন রামু প্রজাপতি, সুদামা প্রজাপতি ও যমুনা যাদব। তিনজনই বিহারের গয়া জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে  জানা যায়,  শিলচরে ডিআইসিসিতে চাকরি করেন বিহারের বাসিন্দা গিরজেশ বিশ্বকর্মা।   আর  গিরজেশ বিশ্বকর্মা  এদিন তিন সোনা কারবারী রামু প্রজাপতি, সুদামা প্রজাপতি ও যমুনা যাদবকে জানান তিনি হাইলাকান্দি আছেন, ফলে তারাও যাতে হাইলাকান্দি আসেন। গিরজেশের সঙ্গে আলোচনার পর এই তিনজন যথারীতি হাইলাকান্দি পৌঁছেন। সোনার লেনদেন  হওয়ায়  কথা শহরের নেতাজি পয়েন্টে। মূলতঃ গিরজেশ বিশ্বকর্মার কাছেই নকল সোনা বিক্রি করতে এসেছিল এই তিনজন। তবে নকল সোনার লেনদেন হবে এমন খবর পুলিশের কাছে আসার পর এদের পাকড়াও করতে পুলিশ তৎপর হয়ে উঠে। সফল হয় পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত তিন নকল সোনা কারবারী স্বীকার করেছে, শিলচরের ডিআইসিসি কর্মী গিরজেশ বিশ্বকর্মার কাছে তারা দুই কেজি ওজনের নকল সোনা বিক্রি করতে এসেছিল।

Author

Spread the News