ভোররাতে শিলচরে দুই সংবাদকর্মীকে মারধর, ছিনতাই, ধৃত ৪, সরব প্রেসক্লাব

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : দুই সংবাদ কর্মীকে মারধর করে মোবাইল ও অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ গ্রেফতার করল চারজনকে। গ্রেফতার করা হয়েছে শিলচর মেহেরপুর জীবন জ্যোতি হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা প্রীতম সূত্রধর (২১), সেকেন্ড লিঙ্ক রোডের রূপক সূত্রধর (২৩), সাবাসপুরের আকাশ রায় (১৯) ও বিবেকানন্দ রোড ২৮ নম্বর গলির বাসিন্দা জিত ভট্টাচার্যকে।
জানা গেছে, দৈনিক সংবাদপত্র বার্তালিপির দুই কর্মী শনিবার সকালে ই- রিক্সায় করে শহরের দিকে আসার পথে মেহেরপুর বটেরতল এলাকায় চার দুষ্কৃতী তাদের আটকে মারধর করে এবং ছিনিয়ে নেয় মোবাইল ও কিছু অর্থ।

এসব যখন চলছিল তখনই সেখানে এসে পৌঁছে ওই সংবাদ প্রতিষ্ঠানের একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন কয়েকজন কর্মী। তারা এগিয়ে গেলে দুষ্কৃতীদের মধ্যে তিনজন পালিয়ে যায়। একজনকে আটক করে সমঝে দেওয়া হয় রাঙ্গিরখাড়ি ফাড়ি পুলিশের হাতে। এরপর তার সূত্রে গ্রেফতার করা হয় অন্য তিনজনকে।

ভোররাতে শিলচরে দুই সংবাদকর্মীকে মারধর, ছিনতাই, ধৃত ৪, সরব প্রেসক্লাব
ধৃত তিন যুবক।

এ দিকে, শহর শিলচর তথা এ অঞ্চলে সংবাদপত্র প্রতিষ্ঠান ও বৈদ্যুতিন মাধ্যমে  কর্মরত সকল সাংবাদিক এবং বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানালো শিলচর প্রেস ক্লাব। শনিবার, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে এক বিবৃতিতে জানিয়েছেন, ভোর রাতে মেহেরপুর বটেরতল এলাকায় প্রেরণা ভারতী এবং বার্তালিপি পত্রিকার মুদ্রণ বিভাগের দুই কর্মী জওহর রায়, মিঠুন দাসকে দুর্বৃত্তরা আক্রমণ করে তাঁদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। সেটা অত্যন্ত উদ্বেগ এবং গভীর আশঙ্কার বিষয়। সেই সময় পেছনে থাকা অন্য সংবাদকর্মীরা এক দুর্বৃত্তকে ধরতে সক্ষম হওয়ায় পরে পুলিশ ক’জনকে আটক করে।

তিনি বলেন, সাংবাদিক এবং অন্য কর্মীদের রাতেও পেশাগত দায়িত্ব পালন করতে হয়। তাই দুর্বৃত্তদের বিরুদ্ধে শীঘ্রই  কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পুলিশ প্রশাসনকে সাংবাদিক সহ নাগরিক-জীবনে যথাযথ নিরাপত্তা এবং আস্থার  পরিবেশ গড়ে তুলতে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই জোরালো দাবি উত্থাপন করেন তিনি।

Author

Spread the News