প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার দুই, তীব্র চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : আগামীকাল রবিবার গোটা দেশ পালন করবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে দেশের অন্যান্য অংশের মতো গোটা ত্রিপুরায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যেই ধর্মনগরের একটি অভিজাত হোটেল থেকে পিস্তল ও ম্যাগাজিনসহ দুই বহিরাগত যুবক গ্রেফতারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শুক্রবার রাত সোয়া ২টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মনগর শহরের রাজবাড়ও এলাকার হোটেল নর্থ কন্টিনেন্টালে অভিযান চালায় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এসডিপিও ধর্মনগর ও ধর্মনগর থানার পুলিশ। হোটেলের ২৭ নম্বর রুম থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং বিহার রাজ্যের দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতরা হল নিরাজ কুমার (২০) ও ইন্দাল মুখিয়া (৩৫)। উভয়ের বাড়ি বিহার রাজ্যের বিঠান থানা এলাকায়।
এমর্মে ধর্মনগর জেলা পুলিশ সুপার অবিনাশ রাই সংবাদ মাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে এই সফলতা পায় পুলিশ। তিনি এও জানান, শুক্রবার রাত দেড়টায় রেলযোগে ধর্মনগর পৌঁছে হোটেলে উঠেছিল ধৃতরা। রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করার হয়। এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
![প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার দুই, তীব্র চাঞ্চল্য প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার দুই, তীব্র চাঞ্চল্য](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/img_20250125_1552423861069955224155394.jpg)
এদিকে, পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত নিরাজ কুমার পুলিশকে জানায়, তারা গৌহাটি থেকে ধর্মনগরে এসেছে। বিহারের দীপক নামের এক যুবক তাদেরকে ধর্মনগরের সঞ্জীব নামের অপর এক ব্যক্তির কাছে পিস্তলটি পৌঁছে দিতে বলেছিল। সেই সঞ্জীবই হোটেল বুকিংয়ের দায়িত্ব নিয়েছিল। পুলিশ ধৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে।প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বহিরাজ্য থেকে ধর্মনগরে আগ্নেয়াস্ত্র আনার আসল উদ্দেশ্য কী, তা খুঁজে বের করতে তদন্ত জারি রেখেছে।
![প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার দুই, তীব্র চাঞ্চল্য প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার দুই, তীব্র চাঞ্চল্য](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17373182435835410219314682389629-1024x652.jpg)
![প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার দুই, তীব্র চাঞ্চল্য প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার দুই, তীব্র চাঞ্চল্য](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168709173530040341413141-1024x364.jpg)