পিএনসি, আইজল।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : মিজোরামের সেলিং এবং তুরিয়েলের মধ্যে ৬ নম্বর জাতীয় সড়কে আইজলের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং মিজোরামের আবগারি ও মাদকদ্রব্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে।
বুধবার দু’টি স্কুটি করে আসা সন্দেহভাজন দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদের সময়, উভয় সন্দেহভাজনই রাস্তার পাশের ঝোপে একটি চালান লুকিয়ে রাখার কথা স্বীকার করে। এরপর দু্’জন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে নির্ধারিত স্থানে একটি পদ্ধতিগত তল্লাশি চালানো হয় এবং দু’টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।

একটি ব্যাগে ১৪.৯০৫ কেজি ওজনের ১৫ প্যাকেট মেথামফেটামিন (ড্রাগন ব্র্যান্ড) পাওয়া যায়, অন্যটিতে ৭০৭ গ্রাম ওজনের ৪৯টি সাবান কেসে পাওয়া যায়। মায়ানমারের নাগরিক হিসেবে চিহ্নিত ধৃত দু’জনকে এবং আইনি প্রক্রিয়া অনুসারে বাজেয়াপ্ত মাদকদ্রব্য মিজোরাম আবগারি ও মাদকদ্রব্য বিভাগের হেফাজতে দিয়ে দেওয়া হয়।


