কালাইনে জনতার হাতে আটক গরু বোঝাই অল্টো, পুড়ল গাড়ি, ধৃত দুই চোর

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : বরাক থেকে চুরি হওয়া গরু মেঘালয় হয়ে বাংলাদেশে পাচার অব্যাহত রয়েছে। রবিবার ফের এমনই প্রমাণ পাওয়া গেল কালাইনে। এদিন সকালে কালাইন থানাধীন এলাকার কোনাপাড়ায় জনগণের কাছে ধরা পড়লো গরু বোঝাই একটি অল্টো গাড়ি। প্রথমে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাগান গেটে ধরা পড়ে আর উত্তেজিত জনগণ গাড়িতে অগ্নি সংযোগ করে দেন। চা বাগানের কর্মচারীরা জানান, প্রতিনিয়ত বাগান থেকে গরু চুরি হচ্ছে। তারা সংবাদ মাধ্যমে জানান, যেহেতু ৬ নং জাতীয় সড়কের কালাইনছড়াতে পুলিশ চেক গেট রয়েছে কিন্তু কিভাবে চুরি হওয়া গরু মেঘালয় বা বাংলাদেশে পাচার হয়? চেক গেটে থাকা কর্তব্যরত পুলিশ বাহিনী কি ভূমিকা পালন করছে সে নিয়েও প্রশ্ন জনগণের।

এদিকে জনগণের কাছে পাকড়াও হওয়া অল্টো বাহনের আগুন নেভাতে ছুটে আসে দমকল বাহিনী। একই সঙ্গে  ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন কাটিগড়া থানার ওসি নব কুমার শইকিয়া, কালাইন থানার ওসি বিপুল বিশ্বাস। জানা গেছে, আগুনে পোড়া বাহনটিতে তিনটি গরু ছিল তবে বাহনটি পালানোর সময় গরু গুলিকে রাস্তায় ছেড়ে দেয় তিন কুখ্যাত গরু চোর। যদিও এক কুখ্যাত গরু চোর পলায়ন করতে সক্ষম হয়েছে। তবে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া। 

Author

Spread the News