যোগাযোগকে সহজে হারিয়ে অবনমন ঠেকানোর পথে ত্রিবেণী
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্যারামাউন্ট স্কুল ট্রফি সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার লিগের সবচেয়ে দুর্বল দল বলে পরিচিত যোগাযোগ সংঘকে বৃহস্পতিবার সহজেই ৮ উইকেটে হারিয়ে অবনমন বাঁচানোর পথে এগিয়ে গেল ত্রিবেণী ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২২.৩ ওভারে মাত্র ৯০ রানে ফুরিয়ে যায় যোগাযোগের ইনিংস। রাহুল করণ মজুমদার ও প্রীতম রায় করেছেন ১৮ রান করে। এছাড়া সিদ্ধান্ত ঘোষ ১২ এবং দেবাংশু শর্মা ১০ রান করেন। অতিরিক্তের খাতা থেকে আসে ১৬ রান। ত্রিবেণীর বোলারদের মধ্যে রিও প্রামাণিক ৩টি উইকেট নেন। এছাড়া দু’টি করে উইকেট লাভ করেন পরীক্ষিৎ বণিক, প্রত্যয় রাজ এবং রাজন লস্কর।
জবাবে ২০.৩ ওভারে অনায়াসে ৯১ রান তুলে ফেলে ত্রিবেণী ক্লাব। গোবিন্দ রাজবংশী ৭১ রান করেন। এছাড়া অমিত সরকার করেন ১৫ রান (অপরাজিত)। অতিরিক্ত থেকে আসে ১০ রান। এদিন ম্যাচ সেরা হন গোবিন্দ রাজবংশী। তার হাতে পুরস্কার তুলে দেন শিলচর পুর সভার প্রাক্তন পুরপতি শান্তনু দাস। এদিন ম্যাচ পরিচালনায় আম্পায়ার ছিলেন প্রশান্ত পাল ও প্রজ্জল দাস। স্কোরার হিসেবে ছিলেন দিলীপ কুমার দাস।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।