ত্রিপুরা রাজ‌্য ভি‌ত্তিক সাঁতার প্রতি‌যো‌গিতা শুরু পা‌নিসাগ‌রে

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : উত্তর ত্রিপুর‌ার পা‌নিসাগর‌স্থিত রিজিওনাল কলেজ অব ফিজিক্যাল এডুকেশন এর সুইমিং পুলে শুরু হল রাজ্যের ১৪ থে‌কে ১৭ এবং ১৯ বছর বয়সী স্কুল পড়ুয়াদের নিয়ে রাজ্য ভিত্তিক সাঁতার প্রতিযোগিতার আসর।মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এই রাজ্য ভিত্তিক সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস। তাঁর সাথে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস, উত্তর ত্রিপুর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, উত্তর জেলার যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের সহ অধিকর্তা বিভাবসু গোস্বামী প্রমুখ।

ত্রিপুরা রাজ‌্য ভি‌ত্তিক সাঁতার প্রতি‌যো‌গিতা শুরু পা‌নিসাগ‌রে

অনুষ্ঠানের উদ্বোধক তথা পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস বলেন খেলাধুলার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা প্রত্যেকের জন্যই অতি প্রয়োজনীয়। এমন আপ্তবাক‌্যকে সাম‌নে রে‌খে রাজ‌্য ভি‌ত্তিক এই জল ক্রীড়া প্রতি‌যো‌গিতার ব‌্যবস্থা ক‌রে‌ছে ত্রিপুরা সরকার। এই রাজ্য ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় রাজ্যের আট‌টি জেলার মোট ১৫৯ জন স্কুল পড়ুয়ারা অংশ নি‌চ্ছে।এদের মধ্যে ১০৪ জন ছেলে ও ৬৫ জন মেয়ে।বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাজ্য ভিত্তিক সাঁতার প্রতিযোগিতার সমাপ্তি ঘেষেনা করা হবে।

ত্রিপুরা রাজ‌্য ভি‌ত্তিক সাঁতার প্রতি‌যো‌গিতা শুরু পা‌নিসাগ‌রে
ত্রিপুরা রাজ‌্য ভি‌ত্তিক সাঁতার প্রতি‌যো‌গিতা শুরু পা‌নিসাগ‌রে

Author

Spread the News