চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজের বি-গ্রেড প্রাপ্তিতে দিনভর অনুষ্ঠান
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : পাথারকান্দি কেন্দ্রের চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজ এবার ন্যাক কর্তৃক বি-গ্রেড প্রাপ্তিতে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে নিয়ে মঙ্গলবার দিনভর নানা অনুষ্ঠান করে কলেজের শিক্ষক শিক্ষিকা সহ কলেজ পড়ুয়া ও প্রাক্তন পড়ুয়ারা।কথা আছে অসীম ধৈর্য্য ও কাজের প্রতি একাগ্রতা, অক্লান্ত পরিশ্রম, ও সর্বোপরি সবার সম্মিতিত প্ৰচেষ্টা থাকলে যে কোন কঠিন লক্ষ্যে ও অনায়াসে পৌঁছা সম্ভব। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন সীমান্তজেলার পাথারকান্দির সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজ এবার ন্যাক কর্তৃক বি-গ্রেড লাভ করে। এ উপলক্ষ্যে মঙ্গলবার কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কলেজের অসাধারণ এই সাফল্যের পুরো কৃতিত্ব কলেজ পরিচালন সমিতির সভানেত্রী শর্মিষ্ঠা খাজাঞ্চি, অধ্যক্ষ সুভাষ সিনহা সহ তার দলকে দেন। বিধায়ক এদিন প্রায় পনেরো মিনিটের দীর্ঘ বক্তব্যে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের “উঠো জাগো,লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না” বাণীর প্রসঙ্গ টেনে এনে বলেন, আগামী দিনে এই কলেজ যাতে এ-প্লাস গ্রেড পেতে পারে এনিয়ে এখন থেকেই প্রস্তুতি চালিয়ে যেতে হবে। বলেন, সরকারি কলেজগুলোতে অনুদানের ক্ষেত্রে ন্যাক গ্রেড বাধ্যতামূলক করছে সরকার।
বিধায়ক বলেন, রাজ্যের একেবারে শেষপ্রান্তে ভারত-বাংলা সীমান্তজেলার প্রত্যন্ত অঞ্চল গত কয়েক বছরে পাথারকান্দি শিক্ষা ক্ষেত্রে অনেকটা অগ্রসর হয়েছে। বিধায়কের কথায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষা মন্ত্রী রণোজ পেগুর যথেষ্ট আশীর্বাদ রয়েছে পাথারকান্দির উপর। তাই আগামীদিনে সবার সহযোগিতাকে পাথেয় করে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে রাজ্যের সেরা পাঁচটি কেন্দ্রের মধ্যে তিনি নিজ নির্বাচনীয় কেন্দ্রকে একটি উন্নতমানের কেন্দ্র গড়ার স্বপ্ন দেখছেন বলে উল্লেখ করেন। এর আগে এদিন শুরুতেই বিধায়ক সহ আমন্ত্রিত অতিথিদের মূল প্রবেশ গেট থেকে মণিপুরী মৃদঙ্গ বাদকদের দিয়ে কলেজ প্রেক্ষাগৃহে নিয়ে আসা হয়। পরে সেখানে ভরপুর একটি সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে আমন্ত্রিত অতিথি থেকে শুরু করে সবাই খুশিতে মাতোয়ারা হন। বিধায়কের হাত দিয়ে বি-গ্রেডের একটি ফলক উন্মোচনের পাশাপাশি বিশাল কেক কেটে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন সবাই। এতে এদিন কলেজ পরিচালন সমিতির চেয়ারপার্সন শর্মিষ্ঠা খাজাঞ্চি, অধ্যাপক ময়নুল হক, বাণীব্রত আচার্য, মনসুর আহমদ, বিজেপির সঞ্জীব দেবনাথ সহ স্থানীয় বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিরা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।